বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১৩ ১৪৩১   ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

অভিবাসীদের সুযোগ-সুবিধা নিশ্চিতে দায়িত্ব নেয়ার আহ্বান

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৮:১৯ এএম, ২ জুলাই ২০১৯ মঙ্গলবার

অভিবাসীদের সুযোগ-সুবিধা ও অধিকার পূরণে অ্যাম্বাসি ও হাইকমিশনগুলোকে সুনির্দিষ্ট দায়িত্বের সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া।

সোমবার সংসদ ভবন সংলগ্ন পার্লামেন্ট মেম্বারস ক্লাবে অভিবাসন ও উন্নয়ন বিষয়ক সংসদীয় ককাস আয়োজিত ‘অভিবাসন ও উন্নয়নে এসডিজির লক্ষ্যমাত্রার বাস্তবায়ন’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান তিনি।

ডেপুটি স্পিকার বলেন, অভিবাসীদের অর্জিত বৈদেশিক মুদ্রা সঠিকভাবে ও বৈধভাবে ব্যাংকের মাধ্যমে প্রেরণে উৎসাহিত করতে সরকার প্রেরিত রেমিটেন্সের উপর শতকরা ২ ভাগ অতিরিক্ত টাকা দেয়ার সিদ্ধান্ত ঘোষণা করেছে।

এসডিজি অর্জনে একযোগে কাজ কারার আহ্বান জানিয়ে তিনি বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে সরকারের পাশাপাশি সংশ্লিষ্ট সবাইকে একযোগে কাজ করতে হবে। এসডিজি অর্জনে বাংলাদেশের যতটুকু সক্ষমতা আছে তা বিবেচনায় নিয়ে সেই লক্ষ্যমাত্রাকে কাজে লাগাতে হবে।

ফজলে রাব্বী মিয়া বলেন, বিদেশে জনশক্তি চলে যাওয়াতে দেশের গৃহস্থলী কাজে জনশক্তির পরিমাণ কমে গেছে। হেনরি কিসিঞ্জার যেখানে বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ি বলেছেন সেখানে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বাংলাদেশকে ‘সমৃদ্ধির পথে এগিয়ে যাওয়া একটি দেশ’ বলে উল্লেখ করেছেন।

অনুষ্ঠানে এমপি মো. ইসরাফিল আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন- এমপি ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, অ্যারমা দত্ত, সাবেক এমপি সেলিনা জাহান লিটা, হোসনে আরা লুৎফা ডালিয়া, রোকসানা ইয়াসমিন ছুটি প্রমুখ।