বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১৩ ১৪৩১   ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিদেশি চ্যানেলে বিজ্ঞাপন প্রচারে ব্যবস্থা: তথ্যমন্ত্রী

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৮:২১ এএম, ২ জুলাই ২০১৯ মঙ্গলবার

বাংলাদেশে প্রদর্শিত বিদেশি চ্যানেলে বিজ্ঞাপন প্রচার করলে মোবাইল কোর্ট চালিয়ে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

সোমবার সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, আজ (সোমবার) থেকেই আইন অনুযায়ী ব্যবস্থা নেবে সরকার।

তথ্যমন্ত্রী বলেন, বিদেশি টেলিভিশনে দেশীয় পণ্যের বিজ্ঞাপন প্রদর্শন করলে ব্যবস্থা নিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার জন্য ডিসিদের নির্দেশ দেয়া হয়েছে।

 

তিনি বলেন, বিদেশি চ্যানেলে বিজ্ঞাপন প্রচার বন্ধের বিষয়ে জাদু মিডিয়া ও নেশন ওয়াইড নামে দুটি প্রতিষ্ঠানকে আগেই নোটিশ জারি করা হয়েছিল। তাদের চাওয়া সময়সীমা শেষের পর তাদের আল্টিমেটাম দেয়া হয়েছিল। সেই সময়ও গতকাল শেষ হয়েছে। সে কারণেই আজ থেকে সারা দেশে মোবাইল কোর্ট পরিচালিত হবে। 

আইন অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত এ ধরনের অপরাধে সর্বোচ্চ দুই লাখ টাকা জরিমানা অথবা দুই বছরের জেল দিতে পারবে বলে জানান তিনি।