ঠোঁটের যত্নে বেকিং সোডা
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৯:৫৩ এএম, ২ জুলাই ২০১৯ মঙ্গলবার
গোলাপী কোমল ঠোঁট সকলেরই কাম্য। ঠোঁটের যত্নে বিভিন্ন পদ্ধতি অবলম্বন করা হয়ে থাকে। তবে ঠোঁট কোমল ও গোলাপি করতে বেকিং সোডার তুলনা হয়না। অধিকাংশের ঠোঁট সাধারণভাবে গোলাপি হলেও ধূমপান, অস্বাস্থ্যকর জীবনযাত্রা ও দীর্ঘস্থায়ী লিপস্টিক এমনকি সূর্যালোক ঠোঁট কালো করে ফেলে। এসব সমস্যা থেকে পরিত্রাণ পাওয়া যায় বেকিং সোডা ব্যবহার করে। চলুন তবে জেনে নেয়া যাক বেকিং সোডার সাহায্যে ঠোঁট সুন্দর করার উপায়টি-
সমপরিমাণ বেকিং সোডা ও মধু নিন। ঠোঁট খুব বেশি শুষ্ক হলে মধু পরিমাণে বেশি নিন। দু'টি উপাদান ভালোভাবে মিশিয়ে ঠোঁটে লাগান। গোলাকারভাবে সামান্য মালিশ করুন। এটা এক্সফলিয়েট করতে সাহায্য করে এবং মৃত কোষ দূর করে। মধু জীবাণু দূর করে এবং প্রয়োজনীয় আর্দ্রতা বজার রাখে। কয়েক মিনিট অপেক্ষা করে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে নিন। ঠোঁট ধুয়ে এসপিএফ সমৃদ্ধ লিপবাম লাগান। এই উপায়ে ঠোঁট কোমল ও গোলাপি হবে।