হারবাল উপায়েই পেয়ে যান স্ট্রেইট চুল!
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১০:৫৯ এএম, ২ জুলাই ২০১৯ মঙ্গলবার
চুল সোজা থাকলে সৌন্দর্য আরো বেড়ে যায়। আর তাই এখন অনেকেই ছুটে যাচ্ছেন পার্লারে। অনেকে আবার ঘরেই আয়রন দিয়ে সোজা করে নিচ্ছেন চুল। তবে এগুলো সাময়িক এবং এতে চুলের ক্ষতিও হয় প্রচণ্ড।এর ফলে চুলের আগা ফাটা থেকে শুরু করে চুল ঝরেও যায়। তাই হারবাল উপায়ে চুল সোজা করুন। এতে চুল ক্ষতি হওয়া থেকে রক্ষা পায়। চলুন তবে জেনে নেয়া যাক হারবাল উপায়ে চুল সোজা করার উপায়-
প্রথমে একটি পাত্রে ১টি কলা, আধা কাপ দই এবং তার সঙ্গে কয়েক চামচ মধু মিক্সড করে নিয়ে একটি হেয়ার প্যাক তৈরি করে নিন। এবার এই প্যাক চুলে ভালো করে লাগিয়ে নিন এবং একটি তোয়ালে দিয়ে মাথায় জড়িয়ে ঘন্টাখানেক রেখে দিন। এরপর চুল ভালো করে ধুয়ে নিন। ব্যস হয়ে গেলো। নিয়মিত এই পদ্ধতি অবলম্বন করলে চুল হবে সোজা, সিল্কি ও সাইনি।