আগাম জামিনে গায়িকা মিলা
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১১:৫৭ এএম, ২ জুলাই ২০১৯ মঙ্গলবার
এসিড হামলা এবং হত্যাচেষ্টার অভিযোগে সাবেক স্বামীর করা মামলায় উচ্চ আদালত থেকে আট সপ্তাহের আগাম জামিন পেয়েছেন গায়িকা মিলা। পাশপাশি আট সপ্তাহ পর তাকে নিম্ন আদালতে আত্মসমর্পণ করারও নির্দেশ দিয়েছেন আদালত।
সোমবার বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি এসএম কুদ্দুস জামানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এক জামিন আবেদনের শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন। মিলার আইনজীবী দেবাশীষ ভট্টাচার্য তার জামিনের বিষয়টি নিশ্চিত করেছেন।
গেল ৪ জুন রাজধানীর উত্তরা পশ্চিম থানায় মিলার বিরুদ্ধে মামলাটি করে তার সাবেক স্বামী পারভেজ সানজারি। এর আগে গেল ২১ এপ্রিল ঢাকার একটি আদালতে মিলার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে আরেকটি মামলা করেন তিনি।
মিলা সাবেক স্বামীর বিরুদ্ধে করা মামলায় দেড় বছর ধরে সাক্ষী দিতে না যাওয়ায় গত ২৩ জুন তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৯ ঢাকা।
প্রসঙ্গত, ২০১৭ সালের ৫ অক্টোবর রাজধানীর উত্তরা পশ্চিম থানায় মারধর ও যৌতুকের অভিযোগে মিলা বাদী হয়ে তার সাবেক স্বামীর নামে মামলা করেন। এরপরই সানজারিকে গ্রেফতার করে পুলিশ।
পারভেজ সানজারি ও মিলার বিয়ের মাত্র ১৩ দিন পরই তাদের মধ্যে দাম্পত্য কলহ শুরু হয়। সেই জেরে বিচ্ছেদও হয়ে যায়।