বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১৩ ১৪৩১   ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

লিবিয়া থেকে দেশে ফিরলেন ২৯ বাংলাদেশি

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০১:৫৭ পিএম, ২ জুলাই ২০১৯ মঙ্গলবার

লিবিয়া থেকে স্বেচ্ছায় দেশে ফিরেছেন ২৯ বাংলাদেশি শ্রমিক। মঙ্গলবার ভোরে তারা দেশে ফিরেছে বলে জানিয়েছে ব্রাক মাইগ্রেশন।

ব্রাক মাইগ্রেশনের প্রোগ্রাম হেড শরীফুল হাসান জানান, তাদের বহনকারী টার্কিশ এয়ারলাইন্সের টিকে ৭১২ ফ্লাইটটি ভোর ৫টা ২০ মিনিটের দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বিমানবন্দর সূত্র জানিয়েছে, বেলা সাড়ে ১১টায় এই প্রতিবেদন লেখার সময় কর্মীরা জিজ্ঞাসাবাদের জন্য ইমিগ্রেশনে অবস্থান করছিলেন।

 

কর্মীদের ঠিকানা ভেরিফিকেশনের জন্য তাদের সংশ্লিষ্ট থানাতে বার্তা পাঠিয়েছেন বলে জানিয়েছে ব্রাক মাইগ্রেশন। লিবিয়ার বর্তমান পরিস্থিতির কারণে স্বেচ্ছায় শ্রমিকরা দেশে ফিরে এসেছেন। 

সূত্র আরো জানায়, একই কারণে বুধবার ৩৭ এবং শুক্রবার ৩৫ বাংলাদেশি দেশে ফিরবেন।