দর্শকদের ভোটে নোবেলই সেরা
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০২:৪৪ পিএম, ২ জুলাই ২০১৯ মঙ্গলবার
‘সা রে গা মা পা’র এবারের আসরে সবার প্রত্যাশা ছিলো চ্যাম্পিয়ন হবেন নোবেল। তবে শেষ পর্যন্ত তৃতীয় হয়েই সন্তুষ্ট থাকতে হচ্ছে নোবেলকে। তবে বিচারকদের ফলাফলে নোবেল তৃতীয় হলেও, দর্শকদের ভোটে তিনি মোস্ট ভিউয়ার চয়েস প্রাপ্ত হন।
এবারের আসরে চ্যাম্পিয়ন হয়েছেন অঙ্কিতা। প্রথম রানার আপ গৌরব ও স্নিগ্ধজিৎ এবং যৌথভাবে দ্বিতীয় রানারআপ বা তৃতীয় হয়েছেন নোবেল ও প্রীতম। শনিবার কলকাতার বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে 'সা রে গা মা পা' এর চূড়ান্ত পর্বের দৃশ্যধারণ সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানটি প্রচার হবে ২৮শে জুলাই।
এদিকে, শেষ আটের পর্বটি প্রচার হয়েছে মাত্র। শেষ আটের লড়াইয়ে নোবেল দুটি গান পরিবেশন করেন। একটি বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড মাইলেসর ‘নীলা’ ও কলকাতার শিলাজিৎ মজুমদারের ‘জল ফড়িং’ গান দুটি।
এ সপ্তাহের সা রে গা মা পা য় প্রথমে ‘নীলা’ গানটি গেয়ে শোনান নোবেল। গানটি গাওয়া শেষে বিচারকরা কোনো মন্তব্য না করেই নোবেলের দ্বিতীয় গানটি শুনতে চাইলেন। এরপর নোবেল গাইলেন ‘জল ফড়িং’ গানটি। বিচারকরা এই গানটি শুনে নোবেলকে গোল্ডেন গিটার দিলেন। বিচারকদের মধ্যে বিশেষ করে শান্তুনু মৈত্র গানটির বেশ প্রশংসা করেছেন। অন্য বিচারকরাও বেশ ভালো ভালো মন্তব্য করেছেন।
নোবেল সা রে গামা পা তে তার গাওয়া জেমসের কালজয়ী ‘বাবা’ গানটির মাধ্যমেই সর্বপ্রথম জনপ্রিয়তা অর্জন করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে রীতিমতো ভাইরাল হয়ে পড়ে সেই গানটি। এ ছাড়া অনুপম রায়ের জনপ্রিয় গান ‘আমাকে আমার মতো থাকতে দাও’, কলকাতায় প্রতিষ্ঠিত বাংলা স্বাধীন রক সংগীত ব্যান্ড ‘মহীনের ঘোড়াগুলি’র জনপ্রিয় গান ‘আলোকবর্ষ দূরে’, নচিকেতার জনপ্রিয় গান ‘বৃদ্ধাশ্রম’ ছাড়াও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের লেখা ‘কারার ঐ লৌহ কপাট’ গানও নোবেল সারেগামাপাতে গেয়ে বেশ জনপ্রিয়তা পান।
প্রসঙ্গত, নোবেল ছাড়া এ প্রতিযোগীতায় বাংলাদেশ থেকে বাপ্পী, অবন্তিসহ বেশ কয়েকজন অংশ নিয়েছিলেন, যারা বিভিন্ন পর্যায়ে এসে ঝড়ে গেছেন। কিন্তু চূড়ান্ত পর্ব পর্যন্ত নোবেল নিজেকে ধরে রাখতে সক্ষম হন।