ভারতে প্রবল বর্ষণে নিহত বেড়ে ২৫
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০২:৫৮ পিএম, ২ জুলাই ২০১৯ মঙ্গলবার
ভারতের মুম্বাইসহ মহারাষ্ট্রের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে চলা প্রবল বর্ষণে নিহতের সংখ্যা বেড়ে ২৫ জনে দাঁড়িয়েছে। এছাড়া ভারী বৃষ্টিপাতের কারণে ঘটা বেশ কয়েকটি দুর্ঘটনায় ৮০ জনেরও বেশি লোক আহত হয়েছেন।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, মঙ্গলবার ভারী বৃষ্টিপাতে মুম্বাইয়ের মালাডে দেয়াল ধ্বসে অন্তত ১৮ জনের মৃত্যু হয়েছে। এছাড়া পুনেতেও দেয়াল ধ্বসের আরেক ঘটনায় নিহত হয়েছেন ৭ জন।
টানা বৃষ্টিতে প্লাবিত হয়েছে মুম্বাইয়ের বিভিন্ন অঞ্চল। এ কারণে সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে ট্রেন ও বিমান যাতায়াত।
খবরে বলা হয়েছে, গেল ২৪ ঘন্টায় মুম্বাইতে চলতি দশকের সর্বোচ্চ পরিমাণ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। প্রবল বৃষ্টিপাতের কারণে মহারাষ্ট্র রাজ্য সরকার মুম্বাইতে সরকারি ছুটি ঘোষণা করেছে।
বাড়ি থেকে যেন এসময় কেউ বের না হয় এজন্য সরকারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে বাসিন্দাদের।
মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবিস, প্রাণহানির ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন। একইসঙ্গে হতাহতদের পরিবারে ক্ষতিপূরণ দেয়ার ঘোষণা দিয়েছেন।
দেশটির কেন্দ্রীয় রেলওয়ে একটি টুইটে জানায়, 'এটা প্রকৃতির ক্রোধ। এই মুহূর্তে তীব্র বৃষ্টির কারণে কারলা সুবর্বণ অঞ্চলে ট্রেন যোগাযোগ বিপজ্জনক হয়ে উঠেছে। এ কারণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সুবর্বণ এক্সপ্রেসের যাত্রা স্থগিত রাখা হলো। অসুবিধার জন্য আমরা গভীরভাবে দুঃখিত।'
তারা আরও জানায়, তীব্র বৃষ্টি ও এর কারণে সৃষ্ট বন্যায় রেলওয়ের বিভিন্ন স্থানে আটকে পড়া যাত্রীদের ইতিমধ্যে উদ্ধার করেছে রেলওয়ে প্রটেকশন ফোর্সের সদস্যরা।