আর্জেন্টিনায় বাস দুর্ঘটনায় ১৩ জনের মৃত্যু
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০২:৫৯ পিএম, ২ জুলাই ২০১৯ মঙ্গলবার
আর্জেন্টিনার উত্তরাঞ্চলীয় টুকুমান প্রদেশের লা মাদ্রিদ শহরে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে ১৩ যাত্রীর মৃত্যু হয়। এতে আহত হয়েছে আরো কমপক্ষে ৪০ জন।
কর্তৃপক্ষের বরাতে ‘দ্য ওয়াশিংটন পোস্ট’ জানায়, সোমবার (১ জুলাই) স্থানীয় সময় ভোরে অবসরপ্রাপ্তদের বহনকারী একটি বাস মেন্ডোজা শহর থেকে টার্মাস দে রিও হন্ডো যাচ্ছিল। মূলত এ সময় কুয়াশাচ্ছন্ন সড়কে চালক মোড় ঘুরানোর সময় নিয়ন্ত্রণ হারায়। মূলত এতেই এ দুর্ঘটনাটি ঘটে।
উদ্ধারকারী দলের এক মুখপাত্র জানান, দুর্ঘটনায় হতাহতদের উদ্ধারের পর চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। যাদের মধ্যে বেশ কয়েক জনের অবস্থা বেশ আশঙ্কাজনক।
পরবর্তীতে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে লা মাদ্রিদ শহরের সরকারি মুখপাত্র দার্দো হেরেরা বলেন, ‘অবসরপ্রাপ্তদের সঙ্গে বেশ কয়েকজন অল্পবয়সী যাত্রীও বাসটিতে ছিলেন। যদিও দুর্ঘটনার সময় তাৎক্ষণিকভাবে বাসটিতে ঠিক কতজন ছিলেন তা এখনো জানা যায়নি।