বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১৩ ১৪৩১   ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা কমিটির জন্য নতুন নীতিমালা হচ্ছে

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৯:৪২ এএম, ৩ জুলাই ২০১৯ বুধবার

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা কমিটির জন্য নতুন নীতিমালা হচ্ছে। এ জন্য একটি সুপারিশ প্রণয়নের লক্ষ্যে উপকমিটি গঠন করেছে শিক্ষা মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে সংসদীয় কমিটির বৈঠকে এই উপকমিটি গঠন করা হয়।

সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংসদীয় কমিটির সদস্য মো. আবদুল কুদ্দুসকে আহ্বায়ক করে চার সদস্যের উপকমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন ফজলে হোসেন বাদশা, আবদুস সোবহান মিয়া ও এম এ মতিন।

বৈঠক সূত্র জানায়, বৈঠকে পরিচালনা কমিটির সভাপতির শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করে দেওয়ার পক্ষে মত দেয় ঢাকা শিক্ষা বোর্ড। এ ক্ষেত্রে ন্যূনতম যোগ্যতা মাধ্যমিক (এসএসসি) পাস নির্ধারণ করে দেওয়া যেতে পারে বলে মনে করে শিক্ষা বোর্ড। তারা লিখিতভাবে সংসদীয় কমিটিকে এই মত জানিয়েছে।

এর আগে গত ২ মে অনুষ্ঠিত কমিটির সভায় শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা কমিটির সভাপতির শিক্ষাগত যোগ্যতা নিয়ে বিতর্ক হয়। তবে ওই বৈঠকে শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছিলেন, শিক্ষাগত যোগ্যতার বিষয়টি নির্দিষ্ট করে দেওয়া হলে প্রকৃত শিক্ষানুরাগীদের অন্তর্ভুক্তির ক্ষেত্রে বাধা হতে পারে। সাংসদ থেকে শিক্ষাগত যোগ্যতার বিষয় নেই, তাই বিদ্যালয় পরিচালনা কমিটির ক্ষেত্রে এটা করা কতটুকু যুক্তিযুক্ত হবে ভেবে দেখা দরকার। তবে পরিচালনা কমিটিতে অন্তর্ভুক্তির ক্ষেত্রে এখন যে অশুভ প্রতিযোগিতা চলছে তা বন্ধ হওয়া দরকার।

সর্বশেষ ২০০৯ সালের জুনে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা তৈরি হয়। ওই প্রবিধান অনুযায়ী, একজন সাংসদ সর্বোচ্চ চারটি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতি হতে পারতেন। এই নীতিমালা নিয়ে উচ্চ আদালতে রিট হয়েছিল। ২০১৬ সালে ওই রিটের পরিপ্রেক্ষিতে আদালতের আদেশ অনুযায়ী, একজন সাংসদ এখন চারটি প্রতিষ্ঠানের সভাপতি হতে পারেন, তবে তাকে নির্বাচিত হতে হবে। সে ক্ষেত্রে পরিচালনা কমিটির অন্যান্য সদস্যের ভোটে তাঁকে সভাপতি নির্বাচিত হতে হবে।

সংসদ সচিবালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, আজকের (মঙ্গলবার) বৈঠকে যেকোনো ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান ও কোচিং সেন্টার স্থাপনের আগে সরকারের অনুমোদন নিশ্চিত করার সুপারিশ করা হয়।

কমিটির সভাপতি আফছারুল আমীনের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য শিক্ষামন্ত্রী দীপু মনি, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, আবদুল কুদ্দুস, এ কে এম শাহাজান কামাল, ফজলে হোসেন বাদশা, আবদুস সোবহান মিয়া, এম এ মতিন ও গোলাম কিবরিয়া বৈঠকে অংশ নেন।