বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১৩ ১৪৩১   ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফেসবুক কোম্পানির চিঠির বাক্সে বিষাক্ত নার্ভ এজেন্ট`র প্যাকেট

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১০:৪৮ এএম, ৩ জুলাই ২০১৯ বুধবার

বলা যায়, তারা সোশ্যাল মিডিয়ায় বিপ্লব এনেছিল। সেই ফেসবুক কোম্পানির চিঠির বাক্সে মিলল বিষাক্ত ড্রাগ নার্ভ এজেন্ট সারিনের প্যাকেট। 

স্থানীয় সময় সোমবার সকাল ১১টা নাগাদ সান ফ্রান্সিসকোর মেলানো পার্কে ফেসবুক কোম্পানির সিলিকন ভ্যালি মেইল ফেসিলিটি বা চিঠি দেওয়া-নেওয়ার জায়গায় একটি প্যাকেট পান দুই কর্মী। কোম্পানির নিয়মমাফিক পরীক্ষার সময় ধরা পড়ে ওই প্যাকেটে রয়েছে নার্ভ এজেন্ট সারিন। তৎক্ষণাৎ সতর্কবার্তা পাঠানো হয় কোম্পানি কর্তৃপক্ষকে। 

ফেসবুকের মুখপাত্র অ্যান্টনি হ্যারিসন বলেন, সতর্কতামূলক পদক্ষেপের জেরে ফেসবুক চত্বরের চারটি ভবন সম্পূর্ণ খালি করা হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে চারটি বাড়িতেই তল্লাশি চালায়। পুলিশকে তাদের কোম্পানি পূর্ণ সহযোগিতা করেছে বলে জানিয়েছেন হ্যারিসন। ঘটনাস্থলে যায় এফবিআই। 

 

মঙ্গলবার সকালের মধ্যে তিনটি বাড়িতেই ফের কর্মীরা ফিরে গিয়ে কাজকর্ম শুরু করেছেন। যে দুই কর্মী ওই প্যাকেট পরীক্ষা করেছিলেন তাদেরও সবার থেকে আলাদা রেখে শারীরিক পরীক্ষা করা হচ্ছে। যদিও এখনও তাদের শরীরে নার্ভ এজেন্টের প্রক্রিয়ার কোনও লক্ষণ দেখা যায়নি। একই কথা বলেছেন মেলানো পার্ক শহরের দমকল কর্মকর্তা জন জনসনও। ওই প্যাকেটে নার্ভ এজেন্ট সারিনই ছিল কিনা তা পরীক্ষা করে দেখছে এফবিআই।