৬ মাসে ২৯৪ বার আজানে বাধা দিল ইসরাইল
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১০:৫১ এএম, ৩ জুলাই ২০১৯ বুধবার
ফিলিস্তিনের পশ্চিম তীরে অবস্থিত ইব্রাহিমী মসজিদ। হযরত ইব্রাহিমের (আ.) স্মৃতি বিজড়িত মসজিদটিকে ইহুদি এবং মুসলিমরা সম্মান জানায়। বিশ্বাস করা হয় এখানে নবী ইব্রাহীম (আ.)ও ইয়াকুব (আ.)কে দাফন করা হয়েছে।
ফিলিস্তিন ওয়াকফ মন্ত্রণালয় গতকাল মঙ্গলবার ২০১৯ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত একটি তথ্যবিবরণী প্রকাশ করে। সে তথ্য বিবরণীর মতে, চলতি বছর ইব্রাহিমী মসজিদে ২৯৪ আজান দিতে বাধা দিয়েছে ইসরাইল। এছাড়া বিভিন্ন উৎসব উপলক্ষে টানা কয়েকদিন জোরপূর্বক মসজিদটি বন্ধ রাখা হয়।
উল্লেখ্য, ইহুদিদের উৎসব পালন করার জন্য ইব্রাহিমী (স.)মসটিজিদ মাঝে মধ্যে বন্ধ দেয় ইসরাইলি কর্তৃপক্ষ। গত এপ্রিলেও ইহুদিদের হলিডে উপলক্ষে দু'দিন মসজিদটি বন্ধে করে দিয়েছিল তারা।