ট্রাম্পের `নৈতিক নীতিবোধ` নিয়ে মুখ খুললেন দালাই লামা
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১০:৫৭ এএম, ৩ জুলাই ২০১৯ বুধবার
এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে একহাত নিলেন তিব্বতি ধর্মগুরু দালাই লামা। এক সাক্ষাৎকারে তিনি বলেন, ট্রাম্পের মধ্যে ‘নৈতিক নীতিবোধের অভাব’ রয়েছে। আর এই মন্তব্যের সঙ্গে সঙ্গে জোর চর্চা শুরু হয়ে গেছে।
এমনকী ‘আমেরিকা প্রথম’ এই নীতির বিরুদ্ধেও তিনি সোচ্চার হন। ৮৩ বছরের দাঁলাই লামা বলেন, ‘ট্রাম্প একদিন একটা কথা বলেন। পরেরদিন ঠিক অন্য আর একটা কথা বলেন। আমার মনে হয়, তার মধ্যে নৈতিক নীতিবোধের অভাব রয়েছে’। দাঁলাই লামা ট্রাম্পের বিশ্ববাণিজ্য নীতিগুলির জন্য তার ব্যবহৃত ‘আমেরিকা ফার্স্ট’ শব্দটি নিয়েও আপত্তি জানিয়ে সেটির সংশোধনের দাবি তোলেন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার পর থেকেই দালাই লামাকে নিয়ে খুব কম কথাই বলেন ট্রাম্প। তবে তার আগে তিনি সোশ্যাল মিডিয়ায় প্রায়ই দাঁলাই লামার বাণী উদ্ধৃত করতেন। গত ২০১৭ সালেও উত্তর ভারতে আয়োজিত একটি অনুষ্ঠানে শান্তি পুরস্কার পান দলাই লামা। সেখানেও ট্রাম্পের ‘আমেরিকা ফার্স্ট’ শব্দটির কড়া সমালোচনা করেছিলেন।