উত্তপ্ত বিতর্কিত দক্ষিণ চীনা সাগর, নতুন পরিকল্পনায় বেইজিং
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১১:০১ এএম, ৩ জুলাই ২০১৯ বুধবার
আবারও উত্তপ্ত হয়ে উঠছে বিতর্কিত দক্ষিণ চীন সাগর। কর্তৃত্ব দৃঢ় করতে কৃত্রিম দ্বীপ তৈরির পর এবার ভাসমান পরমাণু বিদ্যুৎকেন্দ্র নির্মাণের নতুন পরিকল্পনা নিয়ে এগোচ্ছে বেইজিং।
প্রসঙ্গত, গত বছরের মার্চে বিদ্যুৎ উৎপাদন বাড়ানোর বিষয়ে বিস্তারিত পরিকল্পনার কথা জানায় চীন। বিদ্যুৎ প্রকল্প ছাড়াও সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধান জোরদার করার কথাও জানানো হয়।
এ ব্যাপারে দেশটির বিজ্ঞান এবং প্রযুক্তিবিষয়ক মুখপাত্র জানিয়েছেন, ২০২০ সালের মধ্যেই ‘নতুন প্রজন্মের’র কয়েকটি ভাসমান পরমাণু বিদ্যুৎকেন্দ্র স্থাপন করা হবে।
সাউথ চায়না মর্নিং পোস্ট জানায়, এ রকম পারমাণবিক চুল্লিকে স্থানীয় ভাষায় ‘হেদিয়ানবাও’ বা বহনযোগ্য পারমাণবিক ব্যাটারি প্যাক নামে অভিহিত করা হয়।
কৃত্রিম দ্বীপে তৈরি করা বিশাল সামরিক পরিকাঠামো চালু রাখতে প্রচুর বিদ্যুতের প্রয়োজন। তাই মাঝ সাগরেই বিদ্যুৎকেন্দ্র চালু করছে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সরকার।
উল্লেখ্য, প্যারাসেল আইল্যান্ডস আর স্প্র্যাটলি আইল্যান্ডসসহ বিতর্কিত অন্যান্য দ্বীপপুঞ্জে বিদ্যুৎ শক্তির জোগান দিতে এই উদ্যোগ। চীনে বর্তমানে ৩৬টি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রয়েছে। নির্মাণ কাজ চলছে আরও ২১টির।