আইয়ুব বাচ্চুর স্মরণে ফাহমিদা-টুটুলের গান
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৩:১৯ পিএম, ৩ জুলাই ২০১৯ বুধবার
ব্যান্ড সংগীতের কিংবদন্তি শিল্পী আইয়ুব বাচ্চুর প্রতি শ্রদ্ধা জানিয়ে নতুন একটি গানে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী ফাহমিদা নবী ও এস আই টুটুল।গানটির শিরোনাম ‘না এভাবে মেনে নেওয়া যায় না’। গানটির কথা ও সুর করেছেন লন্ডন প্রবাসী তিতাস কাজী। সঙ্গীতায়োজন করেছেন মীর মাসুম।
এ গানটির বিষয়ে ফাহমিদা নবী বলেন, বাচ্চুর প্রতি সম্মান ও শ্রদ্ধা জানিয়ে গানটি করা হয়েছে। বাচ্চুর অকালে চলে যাওয়াটা সঙ্গীতের জন্য একটা অপূরণীয় ক্ষতি। তাই তার সম্মানে গানটিতে কণ্ঠ দিতে পেরে আমি আনন্দিত। আর গানটিও বেশ ভালো হয়েছে।
জানা গেছে , আগামী (১৬ আগস্ট) আইয়ুব বাচ্চুর জন্মদিনে ‘না এভাবে মেনে নেওয়া যায় না’ গানটি দর্শকদের জন্য প্রকাশ করা হবে।
প্রসঙ্গত, ১৯৯০ সালের ৫ এপ্রিল এলআরবি গড়ে তোলেন আইয়ুব বাচ্চু। প্রথম ব্যান্ডটির নাম রাখা হয়েছিলো ‘লিটল রিভার ব্যান্ড (এলআরবি)। পরবর্তীতে ১৯৯৭ সালে এই নাম বদল করে রাখা হয় ‘লাভ রানস ব্লাইন্ড(এলআরবি)’। গত বছরের ১৮ অক্টোবর ভক্ত-শ্রোতাদের শোকের সাগরে ভাসিয়ে চিরবিদায় নেন আইয়ুব বাচ্চু।