বৃহস্পতিবার   ০৭ নভেম্বর ২০২৪   কার্তিক ২৩ ১৪৩১   ০৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন করছেন ববি

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৩:২৮ পিএম, ৩ জুলাই ২০১৯ বুধবার

ঢাকাই সিনেমার গ্ল্যামার কন্যা ববি হক অভিনীত গত ঈদে মুক্তিপ্রাপ্ত ‘নোলক’ চলচ্চিত্রটি দর্শক মহলে ব্যাপকভাবে দর্শকপ্রিয়তা পায়। অভিনয়ের বাইরে এই অভিনেত্রী একজন প্রযোজক। ‘বিজলি’ ছবির মধ্য দিয়ে চলচ্চিত্র প্রযোজনা শুরু করেন তিনি। নতুন খবর হচ্ছে, বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতির নির্বাচনে অংশ নিচ্ছেন এই অভিনেত্রী। 

তফসিল অনুযায়ী, আগামী ২৭ জুলাই নির্বাচনের দিন নির্ধারণ করা হয়েছে। দুই ধাপে অনুষ্ঠিত হবে প্রযোজক সমিতির এবারের নির্বাচন। প্রথম ধাপের ভোটে ১৯ জন প্রার্থী নির্বাচন করবেন ভোটাররা। দ্বিতীয় ধাপে নির্বাচিত ১৯ জনের মধ্য থেকে নির্বাচিত হবে সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পদের প্রার্থী। এবার নির্বাচনে ১৯০ জন ভোটার ভোট প্রদান করবেন। এরমধ্যে রয়েছেন ১৪০ জন সাধারণ ভোটার, বাকি ৫০ জন সহযোগী ভোটার।

নির্বাচনে ববি ছাড়াও অংশগ্রহণ করছেন চার শিল্পী। তারা হলেন ড্যানি সিডাক, নাদের চৌধুরী, শহিদুল আলম সাচ্চু, মাসুম আজিজ। নির্বাচন কমিশনারের দায়িত্ত্ব পালন করবেন বাণিজ্য মন্ত্রণায়লয়ের উপসচিব মিরাজুল ইসলাম উকিল। তার সহযোগী হিসেবে আছেন মো.জালাল উদ্দিন। তিনিও বাণিজ্য মন্ত্রণালয়ের উপ সচিব। অন্য সদস্য হলেন বাণিজ্য মন্ত্রণালয়ের সহকারী প্রোগ্রামার মো.খাদেমুল ইসলাম।

 

এর আগে ২০১৬ সালে প্রযোজক নাসির হোসেনের করা রিটের কারণে নির্বাচন স্থগিত হয়ে যায়। পরপর তিনবার কেউ নির্বাচনে দাঁড়াতে পারবেন না, এফবিসিসিআইর অধীন সংগঠনের এমন নির্বাচনী রীতির খেলাপ করা হয়েছে মর্মে নাসির হোসেন বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেছিলেন। রিটের পরিপ্রেক্ষিতে আদালত নির্বাচন স্থগিত করেন।

এর আগে ২০১৪ সালের ৬ সেপ্টেম্বর বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির নির্বাচন হওয়ার কথা থাকলেও প্রধান দুই প্রতিদ্বন্দ্বীর মামলার কারণে নির্বাচন সাময়িক বন্ধ করা হয়েছিল। এরপর সে বছর ২৯ অক্টোবর দুই দলই চলচ্চিত্রের স্বার্থে নাসিরুদ্দিন দিলুকে আহ্বায়ক করে ২২ সদস্যের একটি কমিটি গঠন করেন।