স্ত্রী গৌরীকে নামাজ আদায় করতে বলেছেন শাহরুখ!
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৩:২৯ পিএম, ৩ জুলাই ২০১৯ বুধবার
ভালোবেসে গৌরীকে বিয়ে করেছিলেন শাহরুখ খান। তাদের সুখের সংসারে জন্ম নিয়েছে তিন সন্তান। আরিয়ান, সুহানা ও আব্রাম। একজন হিন্দু মেয়েকে বিয়ে করে এতোটা বছর পার করেছেন বলিউড বাদশা! কিন্তু ধর্ম তাদের ভালোবাসায় কখনো বাধা হয়নি বলেই সবার জানা। তবে সম্প্রতি কিং খানের বহুদিন আগের একটি সাক্ষাৎকার সামনে এসেছে। আর সেই সাক্ষাৎকারে জানা গিয়েছে শাহরুখ এবং গৌরী খানের ধর্ম বিষয়ক মন্তব্য।
বেশ কয়েক বছর আগের এই সাক্ষাৎকারে শাহরুখ খান জানিয়েছিলেন, তিনি নাকি গৌরী খানকে একবার বোরকা পরে নামাজ আদায় করতে বলেছিলেন! আর তাতেই গৌরীর আত্মীয়-স্বজনদের মাঝে সৃষ্টি হয়েছিল এক মিশ্র প্রতিক্রিয়া। বলা হচ্ছে শাহরুখ-গৌরীর বিয়ের রিসেপশন পার্টির কথা।
ওই দিন শাহরুখ এবং গৌরীর বিয়ে নিয়ে গৌরী খানের আত্মীয়-স্বজনদের ধারণা ছিল এবার হয়তো গৌরী ইসলাম ধর্ম গ্রহণ করবেন। হয়তো গৌরী নাম থেকে আয়েশা নামে পরিচয় দেবেন নিজেকে।
শাহরুখ খানের ওই সাক্ষাৎকারে জানা যায়, তাদের রিসেপশনের দিন গৌরীর বাবার পরিবারের কয়েকজন আত্মীয়-স্বজন এসেছিল। আর তারা নিজেদের মধ্যে ফিসফিস করে কি যেন একটা বলছিলেন। আর তখন কিং খান নাকি তাদের সঙ্গে খানিকটা রসিকতায় মজে উঠেছিলেন।
ওই আত্মীয়দের ভুল বোঝাতে শাহরুখ গৌরীকে বলে উঠেছিলেন গৌরী তাড়াতাড়ি বোরকা পরে নাও। আমরা এক সঙ্গে নামাজ আদায় করবো। আর তাতেই ওই পাঞ্জবী অতিথিরা অবাক হয়েছিলেন! কিন্তু পরে তারা জানতে পারেন বিষয়টি পুরোপুরিই শাহরুখ খানের একটি মশকরা ছিল।
বিষয়টি নিয়ে ওই সাক্ষাৎকারে শাহরুখ খান বলেছিলেন, আমার মনে আছে আমাদের রিসেপশনের দিন গৌরীর পরিবারের সবাই উপস্থিত ছিলেন। তাদের পাঞ্জবী কিছু আত্মীয়ও এসেছিলেন। তারা ধারণা করেছিলেন আমি মুসলিম বলে হয়তো গৌরীকেও এই ধর্ম গ্রহণ করতে বাধ্য করবো।
হয়তো গৌরীর নামও পরিবর্তন করবো। তারা যেন পাঞ্জবী ভাষায় ফিসফিস করে কি বলা বলি করছিলেন। তাতে আমার মনে হয়েছিল তাদের সঙ্গে একটু রসিকতা করতে পারলে মন্দ হয় না। যে চিন্তা সেই কাজ! আমি ওনাদের সামনে গৌরীকে বোরকা পরে নামাজ আদায় করতে বলেছিলাম। তাতে তারা ভীষণ অবাক হয়েছিলেন।
শাহরুখ আরো বলেছেন, সত্যিই ওই দিনটির কথা মনে পড়লে আমি নিজের অজান্তেই হেসে ফেলি। কারণ ওই দিনের স্মৃতি আজও আমার চোখের সামনে ভেসে ওঠে। আমি ওই দিনটিকে কখনোই ভুলবো না। তবে এটাও সত্যি যে, তাদের বোঝাতে চেয়েছিলাম ভালোবাসার মাঝে ধর্মকে টেনে আনা ঠিক নয়। হয়তো সফলও হয়েছিলাম। হয়তো তারা আর কখনোই এমনটা মনে করবেন না।