বৃহস্পতিবার   ০৭ নভেম্বর ২০২৪   কার্তিক ২৩ ১৪৩১   ০৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শুরু হলো সার্ক চলচ্চিত্র উৎসব

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৩:২৯ পিএম, ৩ জুলাই ২০১৯ বুধবার

সার্ক চলচ্চিত্র উৎসব ২০১৯ শুরু হয়েছে মঙ্গলবার। চলবে ৭ জুলাই পর্যন্ত। শ্রীলংকার রাজধানী কলম্বোতে অনুষ্ঠিত এ উৎসবে বাংলাদেশের মোট পাঁচ ছবি প্রদর্শিত হবে।

এই উৎসবে মাস্টার চলচ্চিত্র বিভাগে প্রদর্শিত হবে নাসির উদ্দীন ইউসুফ পরিচালিত ছবি ‘আলফা’। পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে প্রতিযোগিতা করবে তৌকীর আহমেদ পরিচালিত ‘ফাগুন হাওয়ায়’ ও নুর ইমরান মিঠু পরিচালিত ‘কমলা রকেট’। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে প্রতিযোগিতা করবে নোমান রবিন পরিচালিত ‘কোয়াটার মাইল কান্ট্রি’ এবং চৈতালি সমাদ্দার ও সাইফুল আকবর খান পরিচালিত ‘সি ইউ’।

৪ জুলাই অনুষ্ঠিত হবে সার্কভুক্ত দেশগুলোর নবীন চলচ্চিত্র নির্মাতাদের নিয়ে কর্মশালা। ৭ জুলাই উৎসবের বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হবে। 

 

প্রসঙ্গত, এর আগে তৌকীর আহমেদ পরিচালিত ‘অজ্ঞাতনামা’ সপ্তম সার্ক চলচ্চিত্র উৎসবে সেরা চিত্রনাট্য এবং অষ্টম সার্ক চলচ্চিত্র উৎসবে ‘হালদা’ সেরা চলচ্চিত্রসহ চারটি ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছে।