বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১৩ ১৪৩১   ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

পূর্ণগ্রাস সূর্যগ্রহণের বিরল দৃশ্য

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৯:৩৮ এএম, ৪ জুলাই ২০১৯ বৃহস্পতিবার

চিলির উপকূলবর্তী শহর লা সেরেনা দক্ষিণ আমেরিকার অন্যতম বড় সৌর পর্যবেক্ষণ কেন্দ্র। এখান থেকেই বছরের একমাত্র পূর্ণগ্রাস সূর্যগ্রহণ প্রত্যক্ষ  করে উৎসুক জনতা। 

মহাজাগতিক দৃশ্য দেখার জন্য লা সেরেনা শহরে ভিড় জমিয়েছিলো লাখ লাখ মানুষ।

সূর্যগ্রহণের সব থেকে ভাল দৃশ্য দেখা গেছে আর্জেন্টিনার বুয়েনস আইয়ার্স থেকে। পূর্ণগ্রাস সূর্যগ্রহণের বেশিরভাগটাই দক্ষিণ প্রশান্ত মহাসাগরের ওপর। স্থলভাগের কেবলমাত্র চিলি, আর্জেন্টিনা এবং উরুগুয়েতেই প্রত্যক্ষ করা যায় পূর্ণগ্রাস সূর্যগ্রহণ।  
 
বিকেল সাড়ে চারটায় দিকে দক্ষিণ আমেরিকার বিভিন্ন অংশে দেখা যায় পুর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। পেরু, ইকুয়েডর, কলম্বিয়া, ব্রাজিল, বলিভিয়া, প্যারাগুয়ে এবং পানামায় দেখা যায় আংশিক সূর্যগ্রহণ। 

লা সেরেনা শহরে দুই লাখ মানুষের বসবাস। এদিন সূর্যগ্রহণ দেখার জন্য সেখানে এসে হাজির হন তিন লাখ মানুষ। কার্ডবোর্ড ও বিশেষ কাঁচ দিয়ে বানানো চশমা দিয়ে সাধারণ মানুষও দেখলেন সূর্যগ্রহণ। এক একটি চশমা বিক্রি হল দশ ডলারে।

১৪ ডিসেম্বর ২০২০-তে পরবর্তী সূর্যগ্রহণ দেখা যাবে। সেটিও চিলি ও আর্জেন্টিনা থেকে সব থেকে ভালভাবে প্রত্যক্ষ করা যাবে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা।