বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১৩ ১৪৩১   ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ট্রাইব্যুনালে যাচ্ছে নুসরাত শ্লীলতাহানির মামলা

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৮:৪০ এএম, ৫ জুলাই ২০১৯ শুক্রবার

ফেনীর আলোচিত নুসরাত জাহান রাফিকে শ্লীলতাহানির অভিযোগে করা মামলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে স্থানান্তরের আদেশ দিয়েছে আদালত। এ মামলার একমাত্র আসামি সোনাগাজীর ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদরাসার সাবেক অধ্যক্ষ এস এম সিরাজ উদদৌলা।

বৃহস্পতিবার সকালে ফেনীর আমলি আদালতের জ্যেষ্ঠ বিচারিক হাকিম শুনানি শেষে এ আদেশ দেন।

মামলার বাদীপক্ষের আইনজীবী এম শাহজাহান সাজু বলেন, নুসরাতের শ্লীলতাহানির ঘটনায় করা মামলার অভিযোগপত্রের ওপর শুনানি শেষে ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে পাঠানোর আদেশ দিয়েছে আমলি আদালত। ৯ জুলাই মামলার পরবর্তী কার্যক্রম শুরু হবে।

 

মামলার তথ্যানুযায়ী, গত ২৭ মার্চ সকালে মাদরাসার পিয়ন নুরুল আমিনকে দিয়ে নুসরাতকে অধ্যক্ষের অফিস কক্ষে ডেকে নেন। সেখানে নুসরাতের শ্লীলতাহানি করেন অধ্যক্ষ সিরাজ। এ ঘটনায় অধ্যক্ষ সিরাজকে একমাত্র আসামি করে নুসরাতের মা শিরিন আক্তার বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে সোনাগাজী থানায় মামলা করেন। এ মামলায় অধ্যক্ষ সিরাজকে গ্রেফতার করে পুলিশ। পরে তাকে আদালত কারাগারে পাঠায়। মামলা পর নুসরাত ফেনীর বিচারিক হাকিম আদালতে জবানবন্দি দেন।