পালিয়ে যাওয়া স্বামীকে টিকটকে খুঁজে পেলেন স্ত্রী
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৯:৫১ এএম, ৫ জুলাই ২০১৯ শুক্রবার
দাম্পত্য কলহের জেরে ঘর ছেড়ে পালিয়ে গিয়েছিলেন স্বামী। আর বাড়ি ফিরে আসেননি তিনি। খোঁজ নেননি স্ত্রী ও দুই সন্তানেরও। তিন বছর পর সেই স্বামীকে টিকটকেই খুঁজে পেলেন স্ত্রী!
ভারতের তামিলনাড়ুর কৃষ্ণগিরিতে এ ঘটনা ঘটে। খবর- জি নিউজের।
স্বামী পালান সুরেশকে নানা জায়গায় খুঁজেও ব্যর্থ হন স্ত্রী। একপর্যায়ে তিনি পুলিশের কাছে সুরেশের নামে এফআইআরও করেন। এরপরেও খোঁজ মেলেনি তার। শেষ পর্যন্ত তিন বছর পর তাকে খুঁজে পাওয়া গেল টিকটকে।
চীনা জনপ্রিয় অ্যাপটি ভারতে তুমুল জনপ্রিয়। দেশটির ১২০ মিলিয়ন মানুষ নিয়মিত-অনিয়মিতভাবে টিকটক ব্যবহার করছে।
বিভিন্ন গান, বিখ্যাত সিনেমার সংলাপসহ নানা ধরনের মজাদার অডিওর সঙ্গে ঠোঁট মিলিয়ে ভিডিও তৈরি করে আপলোড করা যায় টিকটক অ্যাপে। কিন্তু মজার এ অ্যাপ ঘিরে অভিযোগের শেষ নেই।
পর্নোগ্রাফিতে উৎসাহ দেয়া ও শিশুদের ঝুঁকিতে ফেলার অভিযোগে সম্প্রতি ভারতে নিষিদ্ধ হলেও পরবর্তীতে আবার চালু হয় এটি। তবে সুরেশের সন্ধান পাওয়ার এ ঘটনায় যোগ করেছে অন্য মাত্রা।
জানা যায়, ঘর থেকে পালিয়ে তামিলনাড়ুর অন্য এক এলাকায় বসবাস শুরু করেছিলেন সুরেশ। সেখানে স্থানীয় একটি গ্যারেজে কাজ নেন তিনি। এমনকি স্থানীয় এক রূপান্তরকামী নারীর সঙ্গে সম্পর্কেও জড়িয়ে পড়েন তিনি।
কিছুদিন আগে সুরেশের একটি টিকটক ভিডিও শেয়ার করেন তারই এক আত্মীয়। সেই ভিডিও সুরেশের স্ত্রীর কাছে পৌঁছায়। তিনি তখন হারিয়ে যাওয়া স্বামীর সঙ্গে ভিডিওতে থাকা পুরুষটির মিল খুঁজে পান। খোঁজ নিয়ে বুঝতে পারেন, ওই পুরুষটিই তার স্বামী সুরেশ। পরবর্তীতে পুলিশের সহায়তায় তার সন্ধান পান তিনি।