বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১৩ ১৪৩১   ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

মোদির রাজ্যে ৮৬৩ জন হিন্দু ধর্ম ছাড়ছেন

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৯:৫৫ এএম, ৫ জুলাই ২০১৯ শুক্রবার

ভারতের গুজরাটে নয় শতাধিক মানুষ ধর্ম বদলাতে চায়। এদের অধিকাংশই আবার হিন্দু। এলাকাটি মোদির রাজ্য বলে সমাধিক পরিচিত। এখানে বরাবরই সক্রিয় ভারতের কট্টরপন্থি হিন্দু দলগুলো।

জানা গেছে, গুজরাট রাজ্যে ধর্ম বদলাতে চায় মোট ৯১১ জন। এদের মধ্যে ৮৬৩ জন হিন্দু এবং ৩৫ জন মুসলিম। গুজরাটের মুখ্যমন্ত্রী বিজয় রূপানির সচিবালয়ে ধর্ম পরিবর্তনের এসব আবেদন জমা পড়েছে। তিনি বিধানসভায় দাঁড়িয়ে তা স্বীকারও করেছেন।

মোদি ভারতের প্রধানমন্ত্রী হওয়ার আগে দীর্ঘদিন এই রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। এখনো রাজ্যটি তার বিজেপির দখলে রয়েছে।

গুজরাটের বাজেট অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে কংগ্রেস বিধায়কের প্রশ্নের জবাবে বিজয় রূপানি জানান, ৯১১ জনের মধ্যে ৬৮৯ জনকে এরই মধ্যে অনুমতি দেয়া হয়েছে।