বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১৩ ১৪৩১   ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

কে এই ঘর পালানো রাজবধূ হায়া?

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৯:৫৬ এএম, ৫ জুলাই ২০১৯ শুক্রবার

পুরো নাম হায়া বিনতে আল হুসেইন। সংক্ষেপে হায়া। সংযুক্ত আরব আমিরাতের শাসক ও প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রাশিদ আল মুখতুমের ষষ্ঠ স্ত্রী। সম্প্রতি দুবাই থেকে পালিয়ে জার্মানি হয়ে এখন লন্ডনে আশ্রয় নিয়েছেন তিনি। 

দুবাই ছাড়ার ব্যাখ্যায় নিজের নিরাপত্তা নিয়ে অনিশ্চয়তার কথা জানিয়েছেন শেখ হায়া। তিনি ব্রিটেনে রাজনৈতিক আশ্রয় চাওয়ার পাশাপাশি স্বামীর কাছ থেকে ডিভোর্সও চেয়েছেন।

হায়ার মূল পরিচয় জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহর সৎ বোন তিনি। ব্রিটেনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে দর্শন, রাজনীতি ও অর্থনীতিতে পড়াশোনা করেছেন।

৪৫ বছর বয়সী এই রাজকন্যা আন্তর্জাতিক অলিম্পিক কমিটিতে ছিলেন। জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির শুভেচ্ছা দূত হিসেবেও কাজ করেছেন।

দুবাইয়ের শাসকের সঙ্গে ২০০৪ সালে বিয়ে হয় তার। হায়ার অফিসিয়াল ওয়েবসাইট বলছে, শৈশব থেকে হায়ার জীবনে খেলাধুলা গুরুত্বপূর্ণ অংশ দখল করে আছে।

হায়া বিভিন্ন মানবিক কাজে অংশগ্রহণ করেছেন। রয়াল উইন্ডসোর হোরস সো’র সহ-সভাপতিও তিনি। ইমেরেটস উইমেনকে দেয়া এক সাক্ষাৎকারে হায়া বলেন, আমি সাংবাদিক হতে চেয়েছিলাম। দৈনিক পত্রিকা ও সাময়িকীর প্রতি আমার বিশেষ অনুরাগ রয়েছে।

হায়ার মেয়ে শেখ আল জলিলা ও ছেলে শেখ জায়েদকে নিয়ে সব সময় উচ্ছ্বসিত তিনি। আমিরাত থেকে পালিয়ে আসার সময় সন্তানদের সঙ্গে নিয়ে আসেন তিনি।