এরদোগানের স্ত্রীর ব্যাগ নিয়ে কেন এত বিতর্ক?
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৯:৫৭ এএম, ৫ জুলাই ২০১৯ শুক্রবার
সম্প্রতি রিসেপ তাইয়্যেপ এরদোগানের স্ত্রী তুরস্কের ফার্স্টলেডি এমিনি এরদোগানের হাতের একটি ব্যাগ নিয়ে সোশ্যাল মিডিয়ায় তুমুল আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। কি রয়েছে ওই ব্যাগে, যে এটিকে নিয়ে এত তর্ক-বিতর্ক?
জাপানের ওসাকায় জি-২০ সম্মেলনে অংশ নিয়েছিলেন তুর্কি ফার্স্টলেডি এমিনি এরদোগান। গেল বৃহস্পতিবার এ সম্মেলনে অংশ নিতে প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগানের সঙ্গে জাপান সফরে যান তিনি।
জাপানে অবতরণের পর থেকে বিভিন্ন সময় তুর্কি ফার্স্টলেডির হাতে একটি হ্যান্ডব্যাগ দেখা যায়। জানা যায়, এমিনি এরদোগানের হাতে থাকা ওই হ্যান্ডব্যাগটির মূল্য ছিল ৫০ হাজার মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যার মূল্য দাঁড়ায় ৪২ লাখ ২৭ হাজার ৯৭৫ টাকা।
এরপরই দামি এ হ্যান্ডব্যাগটি নিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সমালোচনা শুরু হয়েছে। কারণ গেল বছরের আগস্ট থেকে তুরস্কের মুদ্রা ব্যাপক সংকটের মধ্যে রয়েছে। এ সময়ে ফার্স্টলেডির এই ব্যাগের মূল্য তুরস্কের ১১ মানুষের প্রায় এক বছরের পারিশ্রমিকের সমান। এ নিয়েই মূলত নেটিজেনরা সমালোচনা করছেন।
ভারতের সংবাদ মাধ্যম এনডিটিভি জানায়, টোকিওর ইম্পেরিয়াল প্রাসাদে প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগানের সঙ্গে এমিনির তোলা একটি ছবি নিয়ে বিতর্ক শুরু হয়। পরে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা ওই হ্যান্ডব্যাগের বাজারদর খুঁজে বের করেন।
সমালোচকরা জানিয়েছেন, এরদোগান ধার্মিক ও বিনয়ী স্বভাবের হওয়ার তার সঙ্গে এমন বিলাসবহুল জীবনযাপন বেমানান। বিশেষ করে দেশটির অর্থনৈতিক অবস্থা যেহেতু ধুঁকছে, তখন ফার্স্টলেডির এমন আয়েশী চলাফেরা এরদোগানের ভাবমূর্তিকে প্রশ্নবিদ্ধ করেছে।