বিশ্বে মজুদ খনিজের সাত শতাংশ ইরানে
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১০:০৩ এএম, ৫ জুলাই ২০১৯ শুক্রবার
বিশ্বের মোট মজুদ খনিজের সাত শতাংশের মালিক ইসলামি প্রজাতন্ত্র ইরান। বর্তমানে দেশটি ৪০টির অধিক দেশে পাথর রফতানি করে থাকে বলে জানিয়েছেন ইরানের স্টোন অ্যাসোসিয়েশনের প্রধান মালেক রহমাতি।
বুধবার এক সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য জানান।
ইরানে ভবন নির্মাণের আড়াই বিলিয়ন টন পাথর মজুদ রয়েছে জানিয়ে তিনি বলেন, আমাদের ৩০ মিলিয়ন টন পর্যন্ত ভবনের পাথর উৎপাদনের ক্ষমতা রয়েছে। কিন্তু বর্তমানে মাত্র সাড়ে ১৩ মিলিয়ন টন পাথর উৎপাদন করে থাকি। যা ইরানের সক্ষমতার মাত্র এক তৃতীয়াংশ।
রহমাতি বলেন, ইরান ইরাকে ২ লাখ ৬৯ হাজার টন পাথর রফতানি করেছে এবং সংযুক্ত আরব আমিরাতে রফতানি করেছে ১ লাখ ১০ হাজার টন। এই পরিমাণ ইরানের মোট রফতানির ৬৫ শতাংশ।
তিনি আরো জানান, ইরান বিশ্বের ৪৪টির অধিক দেশে পাথরের ব্লক রফতানি করে। এই পণ্যের চীন আমাদের সবচেয়ে বড় ক্রেতা রাষ্ট্র। দেশটি একাকিই ৮ লাখ ১২ হাজার টন স্টোন ব্লক আমদানি করে। অন্যদিকে ফ্রান্স সবচেয়ে কম পাথর আমদানি করে। মোট পাথরের ব্লক রফতানির পরিমাণ দাঁড়িয়েছে ১০ লাখ টনে।