বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১৩ ১৪৩১   ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

লন্ডনে নিজ বাড়ি থেকে আমিরাত প্রিন্সের লাশ উদ্ধার!

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১০:১৩ এএম, ৫ জুলাই ২০১৯ শুক্রবার

সংযুক্ত আরব আমিরাতের প্রিন্স খালিদ আল-কাশিমি’র মরদেহ উদ্ধার করেছে লন্ডন পুলিশ। লন্ডনের সাসেক্স এলাকায় অবস্থিত নিজ বাড়ি থেকে সোমবার পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

পুলিশ জানিয়েছে, তার মৃত্যুর কারণ এখনও ঠিক নিশ্চিত হওয়া যায়নি। - খবর আনাদলু এজেন্সি

প্রিন্স খালিদ আল-কাশিমি সংযুক্ত আরব আমিরাতের শারজাহ শহরের ক্রাউন প্রিন্স শেখ সুলতান বিন মোহাম্মদ আল-কাশিমি’র পুত্র। তিনি লন্ডন ও প্যারিসে তার ফ্যাশন ব্র্যান্ড ও প্রদর্শনী সংগ্রহশালা প্রতিষ্ঠা করেছিলেন।

 

ইন্সটাগ্রামে তার নিজ ফ্যাশন ব্র্যান্ডের পেজ থেকে প্রকাশিত এক বিবৃতিতে তাকে একজন ‘মহান দার্শনিক’ ও ‘শিল্পী’ হিসেবে উল্লেখ করে প্রশংসা করা হয়েছে।

তার পিতা শেখ সুলতান বিন মোহাম্মদ আল-কাশিমি পুত্রের মৃত্যুর শোকে সামাজিক যোগাযোগের মাধ্যমে এক আবেগ ঘণ পোস্টে লিখেছেন, ‘সে এখন সৃষ্টিকর্তার যত্নে রয়েছে।’ 

৩৯ বছর বয়সী এ প্রিন্সের অকাল মৃত্যুতে সংযুক্ত আরব আমিরাতে তিন দিনের রাষ্ট্রিয় শোক ঘোষণা করা হয়েছে।