নতুন সভাপতি নির্বাচনের আগ পর্যন্ত রাহুলই থাকছেন কংগ্রেসের প্রধান
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১০:২৮ এএম, ৫ জুলাই ২০১৯ শুক্রবার
নির্বাচনে ব্যর্থতার দায় মাথায় নিয়ে ভারতের ঐতিহ্যবাহী রাজনৈতিক দল কংগ্রেসের দলীয় প্রধানের পদ থেকে সড়ে দাঁড়িয়েছেন সভাপতি রাহুল গান্ধী। তবে রাহুলের পদত্যাগের পর অন্তর্বর্তী সভাপতি নিয়োগের বিষয়টি নাকচ করে দিয়েছে কংগ্রেস। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন সভাপতি নির্বাচনের আগ পর্যন্ত রাহুলই দলের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন।
দলের শীর্ষ পর্যায়ের সূত্রের বরাত দিয়ে হিন্দুস্তান টাইমস জানায়, রাহুল গান্ধী সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে যাবেন। কারণ কংগ্রেসের ওয়ার্কিং কমিটি এখনও তার পদত্যাগপত্র গ্রহণ করেনি।
বুধবার টুইটারে একটি খোলা চিঠিতে কংগ্রেসের সভাপতির পদ হতে পদত্যাগের ঘোষণা দেন রাহুল। এতে লোকসভা নির্বাচনে দলের পরাজয়ের জন্য নিজেকে দায়ী করেন। তিনি আরও লিখেছেন, দলের ভবিষ্যৎ উন্নতির জন্য জবাবদিহিতা গুরুত্বপূর্ণ। এই খোলা চিঠি প্রকাশের এক ঘণ্টার মধ্যেই রাহুল তার টুইটার প্রোফাইল থেকে কংগ্রেস সভাপতি মুছে দিয়েছেন।
পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রাহুল গান্ধী জানান, কংগ্রেসের খুব শিগগিরই নতুন নেতা মনোনীত করা উচিত। তিনি যেহেতু পদত্যাগ করেছেন তাই এই নেতা নির্বাচনের প্রক্রিয়ার সঙ্গে তিনি আর যুক্ত নন। তিনি বলেন, আমি পদত্যাগপত্র জমা দিয়ে দিয়েছি। আমি আর কংগ্রেস প্রেসিডেন্ট নই। রাহুল গান্ধী বলেন, কংগ্রেস ওয়ার্কিং কমিটির এখন উচিত একটি বৈঠক ডেকে নেতা নির্বাচন করা। এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, আমি এখানে যুক্ত হতে চাই না। সেক্ষেত্রে জটিলতা বাড়বে।
বেশ কয়েক দিন ধরেই রাহুল গান্ধীর পদত্যাগ নিয়ে আলোচনা চলছিলো। গেল ২৫ মে কংগ্রেসের প্রেসিডেন্টের দায়িত্ব ছাড়ার কথা বলেন রাহুল গান্ধী। লোকসভায় ৫৪৩ আসনের মধ্যে ৫২ আসন জিতে ভরাডুবির পর তিনি এ সিদ্ধান্ত জানান। এই ব্যর্থতার দায় নিলেও অন্য নেতাকর্মীদেরও সমালোচনা করেছেন রাহুল। তিনি জানান, দলের উচিত গান্ধী পরিবারের বাইরে কাউকে এই দলের দায়িত্ব দেওয়া।