৪২ লাখ টাকার ব্যাগ হাতে নিয়ে বিতর্কের ঝড় তুললেন এরদোগান স্ত্রী
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১১:০৯ এএম, ৫ জুলাই ২০১৯ শুক্রবার
আর্থিক মন্দার মধ্য দিয়ে যাচ্ছে তুরস্ক। অর্থনৈতিক মন্দা কাটিয়ে ওঠার চেষ্টা করছেন প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান। এমতাবস্থায় প্রেসিডেন্টের স্ত্রীর হাতের ব্যাগ আলোচনার কেন্দ্রে উঠে এসেছে।
সম্প্রতি সস্ত্রীক জাপান সফরে যান এরদোগান। এসময় টোকিওর রাজপ্রাসাদে প্রবেশের সময় এরদোয়ানের স্ত্রীর হাতে দেখা যায় মূল্যবান ব্যাগ। মুহূর্তের মধ্যে তা আলোচনার কেন্দ্রে চলে আসে।
এরদোয়াগানের স্ত্রী এমাইনের ওই হাতব্যাগের মূল্য ৫০ হাজার মার্কিন ডলার (প্রায় ৪২ লাখ টাকা)। যা বর্তমানে তুরস্কের ১১ জন নাগরিকের ন্যূনতম বার্ষিক উপার্জনের সমান। এমন দামি ব্যাগ ব্যবহার নিয়ে তুমুল বিতর্কের মধ্যে পড়েছেন ফার্স্ট লেডি এমাইন।
বর্তমানে তুরস্ক আর্থিক সঙ্কটের মুখোমুখি। পণ্যের ঊর্ধ্বমুখী দামের জেরে নাভিশ্বাস সাধারণ মানুষের। সেই অবস্থায় রাজপ্রাসাদ বিলাসব্যসন ও শৌখিনতা থেকে দূরে থাকতে পারছে না! প্রশ্ন উঠেছে তুরস্কের প্রথম সারির সংবাদমাধ্যমে।
গত আগস্টে চরমে উঠেছিল তুরস্কের আর্থিক সঙ্কট। তার থেকে এখনো মুক্তির পথ খুঁজছে দেশবাসী। দেশ জুড়ে লাগামছাড়া বেকারত্ব। সংবাদমাধ্যমের আশঙ্কা, এভাবে চলতে থাকলে তা অতীত বেকারত্বের সব রেকর্ড ছাপিয়ে যাবে। সে অবস্থায় সমালোচকরা দুষছেন এরদোগানের জমানায় তৈরি ১ হাজার ১৫০ কক্ষের প্রেসিডেনশিয়াল কমপ্লেক্সকেও।
এর আগেও এমাইনকে নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। বছর তিনেক আগে তিনি হারেমের পক্ষে অবস্থান নিয়েছিলেন। তিনি বলেছিলেন, হারেম আসলে নারীকে জীবনের জন্য প্রস্তুত করে তোলে। প্রাচীন তুরস্কের অটোমান শাসনের রীতিনীতির পক্ষপাতী প্রেসিডেন্ট এরদোগান এবং ফার্স্ট লেডি এমাইন।
তিনি তুরস্কের রাজধানী আঙ্কারায় গিয়ে বলেছিলেন, হারেম ছিল অটোমান রাজবংশের ঘরানা মেনে মেয়েদের শিক্ষাপ্রতিষ্ঠান। যা তাদের গড়ে তুলত আগামী জীবনের জন্য। সেসময়ও তীব্র বিতর্কের মুখে পড়েছিলেন তুর্কী ফার্স্ট লেডি।