বুধবার   ২৭ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১২ ১৪৩১   ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

বৃষ্টির দিনেও নিন কাপড়ের যত্ন

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১১:১৬ এএম, ৫ জুলাই ২০১৯ শুক্রবার

বর্ষাকালে যখন তখনই বৃষ্টি চলে আসে। সেই সঙ্গে আবহাওয়া হয়ে ওঠে অনেকটাই স্যাঁতস্যাঁতে। এই সময়টাতে দরকার জামা কাপড়ের বাড়তি যত্ন নেয়ার। নইলে কাপড়ে পড়তে পারে নানা ধরনের ফাঙ্গাস ও ছত্রাক। তাই বর্ষায় কাপড়ের যত্ন নিতে জেনে নিন কিছু কার্যকরী বিষয়-

১. বৃষ্টির দিনে বাইরে বের হলে রাস্তা ঘাটের কাদা পানি এবং ময়লা লাগতে পারে কাপড়ে। তবে এমন ময়লা লাগলে কাপড় ফেলে না রেখে তাড়াতাড়ি ধুয়ে ফেলা উচিত। এতে কাপড়ের কাদা দূর হবার পাশাপাশি কাপড়ের মানও থাকবে ভালো।

২. যেসব কাপড় বছরের বেশিরভাগ সময় আলমারিতে তুলে রাখা হয় এই সময়ে সেগুলোর প্রতি বাড়তি সতর্ক হতে হবে। বিশেষ করে বিছানার চাদর, শীতের পোশাক এবং শাড়ির মতো কাপড় সংরক্ষণের ক্ষেত্রে ন্যাপথালিন দিয়ে রাখুন। এতে করে পোকা-মাকড় কোনো ক্ষতি করতে পারবে না কাপড়ের। সেই সঙ্গে ছত্রাক হবার সম্ভাবনাও যাবে কমে।

 

৩. আলমারির মধ্যে রাখা কাপড়ে ছত্রাক বা ফাঙ্গাস আক্রমণ করলে সেই কাপড় বের করে ধুয়ে ফেলুন। এরপর ভালোমতো শুকিয়ে আয়রন করুন। খেয়াল রাখবেন আয়রন যেন একটু কড়া হয়। এতে করে ছত্রাকের আক্রমণ দূর হয়ে যাবে।

৪. বৃষ্টির এই সময়টাতে সাধারণত রোদ ওঠে না। তবে রোদ উঠলে একটু স্যাঁতস্যাঁতে হয়ে ওঠা জামা-কাপড় শুকিয়ে নেবার চেষ্টা করুন। এতে করে কাপড়ের স্থায়িত্ব বাড়বে।

৫. যেই আলমারিতে কাপড় রাখছেন সেটি ঠিকঠাক আছে কি না দেখুন। আলমারি খালি করে সেটি ভালো করে পরিষ্কার করে নিন। এরপর সেটি মুছে তারপর নতুন করে কাপড় রাখুন।