বুধবার   ২৭ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১২ ১৪৩১   ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রূপচর্চায় চালের যত গুণাগুণ

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১১:২০ এএম, ৫ জুলাই ২০১৯ শুক্রবার

প্রাকৃতিক ক্লিনজার হিসেবে অতুলনীয় চাল। চালের গুঁড়া, চাল ধোয়া পানি ও চালের আটা রূপচর্চায় ব্যবহার করতে পারেন। এটি খুশকি দূর করার পাশাপাশি ত্বকে নিয়ে আসবে উজ্জ্বলতা।

টোনার হিসেবে

চাল পানিতে ভিজিয়ে রেখে নিজেই বানিয়ে ফেলুন টোনার। চাল ২০ মিনিট ভিজিয়ে রেখে ছেঁকে নিন। পানিটুকু ব্যবহার করুন টোনার হিসেবে। ত্বক হবে উজ্জ্বল ও সুন্দর।

ব্রণ দূর করতে

২ টেবিল চামচ চালের আটার সঙ্গে ১ চিমটি হলুদ এবং ৪ টেবিল চামচ টমেটোর রস মিশিয়ে নিন। মিশ্রণটি ব্রণযুক্ত ত্বকে লাগিয়ে রাখুন। ২০ মিনিট পর ধুয়ে ফেলুন।

স্ক্রাবার হিসেবে

আধা কাপ চালের গুঁড়ার সঙ্গে কোয়ার্টার কাপ বেসন, আধা চা চমাওচ হলুদের গুঁড়া ও প্রয়োজন মতো পানি মিশিয়ে পেস্ট তৈরি করুন। মিশ্রণটি ত্বকে কিছুক্ষণ ঘষে ধুয়ে ফেলুন।

খুশকি দূর করতে

৩ টেবিল চামচ মেথি সারারাত পানিতে ভিজিয়ে রাখুন। পরদিন সকালে পেস্ট করে নিন। ৪ টেবিল চামচ চালের আটার সঙ্গে মেথির পেস্ট মিশিয়ে নিন। প্রয়োজন মতো পানি মিশিয়ে মসৃণ পেস্ট বানিয়ে চুলের গোড়ায় লাগান। ২০ মিনিট পর পানি দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে দুইবার ব্যবহার করুন দ্রুত ফল পেতে।

ঝলমলে চুলের জন্য

স্বাস্থ্যোজ্জ্বল ঝলমলে চুলের জন্য চাল ধোয়া পানির সঙ্গে গ্রিন টি লিকার মিশিয়ে চুল ধুয়ে নিন।