ফতুল্লায় ৫ ইউনিয়নে শামীম ওসমানের পক্ষে গণমিছিল
নিউজ ডেস্ক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১২:৫৪ পিএম, ২৭ ডিসেম্বর ২০১৮ বৃহস্পতিবার
আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী শামীম ওসমানের পক্ষে ফতুল্লায় ৫টি ইউনিয়নে একযোগে নৌকা প্রতীকে গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। প্রতিটি মিছিলে জনস্রোতে পরিণত হয়।
বুধবার (২৬ ডিসেম্বর) বিকেল হতে সন্ধ্যা পর্যন্ত নারায়ণগঞ্জের ফতুল্লার ৫টি ইউনিয়নের আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা গণমিছিল করেন। তবে এ গণমিছিলে নৌকার প্রার্থী শামীম ওসমান অংশগ্রহণ করেননি।
জানা যায়, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০ ডিসেম্বর অনুষ্ঠিব্য নির্বাচনের প্রচার প্রচারণার শেষ সময়ে নারায়ণগঞ্জ-৪ আসনের আওয়ামী লীগের প্রার্থী শামীম ওসমানের পক্ষে গণমিছিলের আহ্বান করা হয়। বুধবার ফতুল্লা থানা আওয়ামী লীগের আহ্বানে ফতুল্লার ৫টি ইউনিয়নে আলাদাভাবে এ গণমিছিল অনুষ্ঠিত হয়।
কাশিপুর ইউনিয়নে ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি এম সাইফউল্লাহ বাদলের নেতৃত্বে গণমিছিল বের করা হয়। মিছিলটি খিলমার্কেট থেকে শুরু করে পুরো কাশিপুর ইউনিয়নে রাস্তায় পদক্ষিণ করে। এ সময় থানা আওয়ামী লীগের দফতর সম্পাদক মোমেন শিকদার, প্রচার সম্পাদক জাহিদুল হক খোকন, জেলা আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান হাবিব, কাশিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আইয়ুব আলী, সাধারণ সম্পাদক এম সাত্তার প্রমুখ উপস্থিত ছিলেন।
বক্তাবলী ইউনিয়নে ফতুল্লা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শওকত আলীর নেতৃত্বে বিশাল গণমিছিল বের করা হয়। মিছিলটি কানাইনগর ছোবহানিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠ হতে শুরু করে পুরো ইউনিয়নের রাস্তা পদক্ষিণ করে। মিছিলে থানা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক আবুল হোসেন, জেলা পরিষদের সদস্য জাহাঙ্গীর হোসেন, নারাায়ণগঞ্জ কলেজের সাবেক ভিপি আলমগীর হোসেন, বক্তাবলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আফাজউদ্দিন ভূইয়া, সাধারণ সম্পাদক কামরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
এনায়েতনগর ইউনিয়নে ফতুল্লা থানা আওয়ামী লীগের সিনিয়ার সহ সভাপতি আসাদুজ্জামানের নেতৃত্বে গণমিছিল বের করা হয়। মিছিলটি হরিহরপাড়া উচ্চ বিদ্যালয় হতে বের করে পুরো ইউনিয়নের রাস্তা পদক্ষিণ করে। থানা আওয়ামী লীগের সহ সভাপতি শহিদুল্লাহ, সাংগঠনিক সম্পাদক বদিউল আলম বধু, স্থানীয় সমাজ সেবক জামাল উদ্দিন সবুজ, এনায়েতনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রাজ্জাক মাস্টার, থানা সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
ফতুল্লা ইউনিয়নে ফতুল্লা থানা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক লুৎফর রহমান স্বপনের নেতৃত্বে গণমিছিল বের করেন। মিছিলটি ফতুল্লার ডিআইটি মাঠ হতে শুরু করে পুরো ইউনিয়নের সড়ক পদক্ষিণ করেন। এ সময় ফতুল্লা থানা যুবলীগের সভাপতি মীর সোহেল, থানা সেচ্ছাসেবকলীগের সভাপতি ফরিদ আহম্মেদ লিটন, ফতুল্লা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মিছির আলী প্রমুখ উপস্থিত ছিলেন।
কুতুবপুর ইউনিয়নে ফতুল্লা থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এইচএম ইসহাকের নেতৃত্বে গণমিছিল বের করা হয়। মিছিলটি পাগলা হতে শুরু করে পুরো ইউনিয়নের রাস্তা পদক্ষিণ করেন। এ সময় জেলা আওয়ামী লীগের সহ সভাপতি গোলাম রসুল, জেলা কৃষকলীগের সভাপতি নাজিম উদ্দিন আহম্মেদ, কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক মানিক চান, আওয়ামী লীগ নেতা আলাউদ্দিন হাওলাদার প্রমুখ উপস্থিত ছিলেন।