মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১২ ১৪৩১   ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

বগলের কালো দাগ দূর করার সহজ উপায়

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১১:৩১ এএম, ৫ জুলাই ২০১৯ শুক্রবার

অনেকেরই বগলে কালো দাগ দেখা যায়। এটি অস্বস্তিকর বিষয়। দেহের সৌন্দর্যহানিও ঘটায় দাগগুলো। অনেকেই এ কারণে স্লিভলেশ বা হাতকাটা টপ পরতে পারেন না। এমনকি কুর্তি পরার ইচ্ছে থাকলে পরতে লজ্জা পান। কিন্তু খুব কম সময়েই ঘরোয়া উপায়ে এই দাগ দূর করা সম্ভব। এরজন্য প্রয়োজন দুটো উপাধান। নারকেল তেল ও দুধ।

নারকেল তেলের ব্যবহার: রাতে বগলে নারকেল তেল দিয়ে ম্যাসাজ করুন। কমপক্ষে পনের মিনিট এভাবে রেখে দিন। এরপর হালকা সাবান ও কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।

দুধের ব্যবহার: দুই টেবিল চামচ ননিযুক্ত দুধ নিন আলাদা একটি পাত্রে। এর মধ্যে দুই টেবিল চামচ ময়দা এবং এক চা চামচ দই দিয়ে পেস্ট তৈরি করুন। মিশ্রণটি বগলে মাখুন। ১৫ মিনিট পর হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।