বৃহস্পতিবার   ০৭ নভেম্বর ২০২৪   কার্তিক ২৩ ১৪৩১   ০৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আমি মুসলিম, এখনো তাই আছি- রথযাত্রায় নুসরত

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০২:৫০ পিএম, ৫ জুলাই ২০১৯ শুক্রবার

টালিউডের জনপ্রিয় অভিনেত্রী নুসরত জাহান। তুরস্কে নিজের ডেস্টিনেশন ওয়েডিং শেষ করে দেশে ফিরে বৃহস্পতিবার রথ যাত্রার প্রধান অতিথি হিসেবে অংশ নেন।

এছাড়া, হিন্দু ছেলেকে বিয়ে, মাথায় সিঁদুর ও গলায় মঙ্গলসূত্রা পরে জন্ম দেন বিতর্কের। এ ঘটনার পর তাকে নিয়ে ফতোয়াও জারি হয়।

হলুদ আর লাল রঙের শাড়ির সঙ্গে মঙ্গলসূত্রা, সিঁদুর ও শাখা পরে একেবারে নববধূর সাজে কলকাতায় ইস্কনের রথ যাত্রায় অংশ নিয়েছিলেন তৃণমূল সাংসদ।

 

এদিকে, একজন মুসলিম হয়েও হিন্দুর মতো আচরণে ফতোয়ার প্রসঙ্গে এদিন নুসরত বলেন, এই ধরনের ভিত্তিহীন বিষয়ে মাথা ঘামাতে চাই না। আমার ধর্ম আমি জানি। জন্ম থেকে আমি মুসলিম। এখনো তাই। এটা বিশ্বাসের ব্যাপার। হৃদয় দিয়ে অনুভব করতে হবে। মাথা খাটালে চলবে না।

সংসদে সিঁদুর ও মঙ্গলসূত্রা পরায় নুসরতকে ফতোয়া দিয়েছিলেন উত্তরপ্রদেশের দেওবন্দের ইমাম মুফতি আসাদ ওয়াসমি। নুসরাত জবাব দিয়েছিলেন, আমরা নতুন প্রগতিশীল ভারতে বাস করি, যেখানে সব ধর্ম ও সংস্কারকে শ্রদ্ধা করা হয়। ঈশ্বরের নামে ভেদাভেদ কেন? হ্যাঁ, আমি একজন মুসলিম। আমি ধর্মনিরপেক্ষ ভারতবর্ষের নাগরিক। আমার ধর্ম আমাকে মানুষের মধ্যে ভেদাভেদ করতে শেখায় না।