প্রথমবার কাহিনীচিত্রে মিলন-শশী
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৩:০৫ পিএম, ৫ জুলাই ২০১৯ শুক্রবার
জনপ্রিয় অভিনেতা আনিসুর রহমান মিলন ও অভিনেত্রী শারমীন জোহা শশী প্রথমবারের মতো কাহিনীচিত্রে অভিনয় করলেন। এটি নির্মিত হয়েছে ময়না আজমেরীর কাহিনী অবলম্বনে। বরুণ সরকারের চিত্রনাট্যে ‘খেয়াল পোকা’ নামক কাহিনিচিত্রটি নির্মাণ করেছেন এমএ আউয়াল পিন্টু।
এরই মধ্যে রাজধানীর উত্তরায় কাহিনীচিত্রটির দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে। নির্মাতা এমএ আউয়াল পিন্টু বলেন, মিলন ও শশী দুজনই যার যার চরিত্রে অসাধারণ অভিনয় করেছেন। তারা তাদের সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাহিনীচিত্রটিতে অভিনয় করেছেন। একজন নির্মাতা হিসেবে তাদের প্রতি আমি ভীষণ সন্তুষ্ট।
শশী বলেন, পিন্টু ভাই বেশ চুপচাপ স্বভাবের একজন মানুষ। তিনি শিল্পীদের আরাম দিয়ে কাজ আদায় করে নেন। মনের গভীর থেকেই অভিনয় করেছি। আমি পিন্টু ভাইয়ের নির্দেশনা দারুণ উপভোগ করেছি। ‘খেয়াল পোকা’ একেবারেই অন্যরকম গল্পের একটি কাহিনীচিত্র। আমার বিশ্বাস, দর্শক এই কাহিনীচিত্রে আমাদের সমাজের ঘটে যাওয়া ঘটনারই প্রতিচ্ছবি খুঁজে পাবেন।
পিন্টু জানান, শিগগিরই কাহিনীচিত্রটি একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচার হবে। এমএ আউয়াল পিন্টু ‘খেয়াল পোকা’ ছাড়াও ‘দম ই জীবন’, ‘সাদাসিধা’ কাহিনীচিত্রও নির্মাণ করেছেন।
এদিকে গত ঈদে এবারই প্রথম আনিসুর রহমান মিলন ‘আব্বা উকিল ডাকবো?’ শিরোনামের একটি সাত পর্বের ধারাবাহিক নাটক নির্মাণ করেন।
এছাড়া গত ২১ জুন অভিনয় শিল্পী সংঘের নির্বাচনে আনিসুর রহমান মিলন যুগ্ম সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন।