নিকি মিনাজের অশ্লীল নাচ দেখবেন সৌদির মানুষেরা!
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৩:১৪ পিএম, ৫ জুলাই ২০১৯ শুক্রবার
মার্কিন ব়্যাপার নিকি মিনাজ এবার পারফর্ম করবেন সৌদি আরবে এক অনুষ্ঠানে ৷ এ নিয়ে এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে তোলপাড়৷
নিকি মিনাজ তার 'খোলামেলা' গানের কথা ও মিউজিক ভিডিওর জন্য পরিচিত৷ সেই মিনাজই ১৮ জুলাই পারফর্ম করবেন সৌদি আরবের পশ্চিমের শহর জেদ্দায়৷ শহরটিতে অনুষ্ঠিত সাংস্কৃতিক উৎসবের অংশ হিসেবে নিকি মিনাজকে আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা৷
স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, নিকি মিনাজের নাচ-গানের সঙ্গে ব্রিটিশ মিউজিশিয়ান লিয়ম পেইন এবং মার্কিন ডিজে স্টিভ আওকিও কাজ করবেন৷ এই অনুষ্ঠান টেলিভিশনে প্রচার করার কথাও জানিয়েছে গণমাধ্যম৷
আয়োজকদের একজন রবার্ট কোয়ের্ককে উদ্ধৃত সৌদির গণমাধ্যম জানিয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমেও মিনাজ খুব সক্রিয় থাকবেন৷ জেদ্দায় স্টেজ থেকে তো বটেই, হোটেল থেকেও তিনি অনেক কিছু শেয়ার করবেন৷
সৌদি প্রিন্স মোহাম্মদ বিন সালমান বেশ কিছু দিন ধরেই কট্টর রক্ষণপন্থা থেকে সৌদি আরবকে একটি উদারপন্থি রূপ দেয়ার চেষ্টা করছেন৷ মেয়েরা গাড়ি চালানোর অনুমতি পেয়েছেন৷ বিভিন্ন খেলার অনুষ্ঠানেও মেয়েরা যাওয়ার সুযোগ পেয়েছেন৷ নিকি মিনাজের জেদ্দায় পারফর্ম করাকেও অনেকে এর অংশ হিসেবেই দেখছেন৷ তবে এখনো দেশটিতে অ্যালকোহল নিষিদ্ধ৷
নিকি মিনাজকে আমন্ত্রণ জানানোতে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ বিভ্রান্তি সৃষ্টি হয়েছে বিশেষ করে যারা সৌদি আরবের কট্টর আইন সম্পর্কে কিছুটা হলেও ধারণা রাখেন এবং একই সঙ্গে নিকি মিনাজের সম্পর্কেও পর্যাপ্ত ধারণা রাখেন, তাদের মনে সংশয় তৈরি হয়েছে৷ নিকি মিনাজের অনেক পারফর্ম্যান্স ‘পশ্চিমা সমাজেও' তীব্র আপত্তির মুখোমুখি হয়েছে ‘অশ্লীলতার' দায়ে৷ ফলে অনেকেই সৌদি আরবের সঙ্গে নিকি মিনাজকে মেলাতেই পারছেন না৷
দেশটির বর্তমান জনসংখ্যার দুই তৃতীয়াংশের বয়স ৩০-এর নীচে৷ ফলে অপেক্ষাকৃত তরুণ দর্শক-শ্রোতাদের কাছে এই খবরটি কিছু ক্ষেত্রে আনন্দের হয়ে এসেছে৷ আবার অনেকে প্রশ্ন তুলছেন, যে দেশে নারীদের আবায়া ছাড়া পুরুষদের সামনে আসাই নিষেধ, সে দেশে নিকি মিনাজের পারফর্ম্যান্স দেখানো হয় কিভাবে? এমনকি যে অনুষ্ঠানে নিকি মিনাজ তার স্বভাবসুলভ নৃত্য পরিবেশন করবেন, সে অনুষ্ঠানের নারী দর্শকদেরও আবায়া পরে আসতে হবে৷ এই ‘দ্বিচারিতা' নিয়েও প্রতিবাদ জানাচ্ছেন অনেকে৷