নতুন রূপে খুলনার শেখ রাসেল ইকোপার্ক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১০:১০ এএম, ৬ জুলাই ২০১৯ শনিবার
দর্শনার্থীদের জন্য শিগগিরই নান্দনিক হয়ে উঠছে খুলনার শেখ রাসেল ইকোপার্ক। বটিয়াঘাটা ইউএনওর তত্ত্বাবধানে পার্কটির কার্যক্রম এগিয়ে চলছে। তবে এটির মূল বাস্তবায়নকারী জেলা প্রশাসন।
৪৩ দশমিক ২৯ একর জমিতে ইকোপার্ক করার জন্য এরই মধ্যে সেখানকার অবৈধ দখলদারদের পাশের আশ্রয়ণ প্রকল্পে স্থানান্তর করা হয়েছে। পুরো জায়গাটি নদীর তীর দিয়ে উঁচু বাঁধ দিয়ে বেষ্টিত করেছে পানি উন্নয়ন বোর্ড। এখন কিছু স্থাপনা ও বনায়ন করার মধ্য দিয়ে পার্কটি করা হবে আরো দৃষ্টিনন্দন।
২০১৮ সালের ৩ মার্চ প্রধানমন্ত্রীর ভিত্তি প্রস্তর স্থাপনের মাধ্যমে পার্কটির নির্মাণ কাজের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। তবে খুলনার তৎকালীন এডিসি (রাজস্ব) আবু সায়েদ মো. মনজুর আলম তার অতীত অভিজ্ঞতা দিয়ে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কলবাড়ির আকাশলীনার আদলে কিছু বাঁশ-কাঠের ঝুলন্ত সেতু করেন।
শ্যামনগরের আকাশলীনা করার সময় তিনি সেখানকার ইউএনও হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে যিনি রয়েছেন ‘খুলনা শহরে এডমিনিস্ট্রেটিভ কনভেনশন সেন্টার নির্মাণ’ প্রকল্পের সহকারী প্রকল্প পরিচালক হিসেবে।
খুলনার এডিসি (রাজস্ব) সারোয়ার আহমেদ সালেহীন বলেন, পার্কটিতে থাকবে মিনি সুন্দরবন, ফিশিং জোন, টয় ট্রেন, ঝুলন্ত সেতু, ওয়াটার ওয়ার্ল্ড, ফুড জোন, অবজারভেশন টাওয়ার, পিকনিক স্পট, কিডস কর্নার, অডিটরিয়াম, এম্ফিথিয়েটার, ফুট ট্রেইল, পার্কিং জোন, ওয়াকওয়ে, রেস্ট হাউজ, সুইমিং পুল, মেরিন ড্রাইভ, প্লে গ্রাউন্ড, জগিং ট্র্যাক, জিমনেশিয়াম ও রিভার ক্রুজ।
তিনি বলেন, শেখ রাসেল ইকোপার্ক প্রকল্প বাস্তবায়নের জন্য ২০ সদস্য বিশিষ্ট ব্যবস্থাপনা কমিটি বাস্তবায়ন এবং মনিটরিং উপ-কমিটি গঠন করা হয়েছে। ম্যানগ্রোভ কালচারাল সেন্টার নির্মাণের জন্য ট্যুরিজম বোর্ড থেকে প্রথম কিস্তিতে এক কোটি টাকা দেয়া হয়েছে এবং এ জন্য এরইমধ্যে ই-জিপি পদ্ধতিতে ঠিকাদার নির্বাচন করা হয়েছে। চুক্তিপত্রও স্বাক্ষর হয়েছে।
তিনি আরো বলেন, ইকোপার্কে আগত দর্শনার্থীদের সুযোগ সুবিধা বৃদ্ধির লক্ষ্যে দ্বিতীয় কিস্তিতে ৫০ লাখ টাকা বরাদ্দ পাওয়া গেছে। যা দিয়ে ম্যানগ্রোভ সেন্টারের অবশিষ্ট অংশের কাজ বাস্তবায়নের প্রাক্কলন, ডিজাইন ও ড্রইং প্রস্তুত করে দাখিল করার জন্য প্রকল্পের কনসালটেন্টকে অনুরোধ জানানো হয়েছে। কনসালটেন্ট খুলনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. অপূর্ব কুমার পোদ্দার ও তার টিম এরইমধ্যে এ কাজ শুরু করেছে।
সারোয়ার সালেহীন বলেন, বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ড প্রকল্পটির উন্নয়নে খুলনা বন বিভাগের অনুকূলে আট কোটি ৬৭ লাখ ৫৮ হাজার টাকা বরাদ্দ দিয়েছে। খুলনা আঞ্চলিক বন সংরক্ষককে ওই প্রকল্পের প্রকল্প পরিচালক নিয়োগ দেয়া হয়েছে। গঠন করা হয়েছে প্রকল্প বাস্তবায়ন কমিটিও।
পার্কের ফুড জোনে ভাসমান জাহাজে থাকবে হোটেল। যেখানে দেশীয় পিঠা বিক্রি করবেন নারীরা। নারীদের তৈরি বিভিন্ন হাতের কাজের পণ্য সামগ্রীও এ পার্ক থেকে কিনতে পারবেন দূর-দূরান্ত থেকে আগত পর্যটকসহ খুলনার মানুষ। থাকবে অর্গানিক পণ্য সামগ্রীও। যেটি কীটনাশকের এই যুগে মানুষের নিরাপদ খাদ্যের জন্য একটি ব্যতিক্রমী উদ্যোগ।
নয়নাভিরাম নান্দনিক পার্কটির এক স্থানে থাকবে নানা প্রজাতির গাছের ছায়াঘেরা সুশীতল পরিবেশ। যেখানে থাকবে লেক, মিনি সুন্দরবন, পশুপাখির অভয়াশ্রম, শিশুপার্ক, রিসোর্ট ইত্যাদি।
পার্কটি চারটি জোনে বিভক্ত থাকবে। যার একাংশে থাকবে প্রকৃতির অবিকল রূপ, একাংশে থাকবে সবার প্রবেশাধিকার উন্মুক্ত এবং কিছু এলাকা থাকবে একেবারে প্রবেশ নিষিদ্ধ।
বিভাগীয় ও জেলা প্রশাসনের কার্যালয়ের টি.আর প্রকল্প থেকে দেয়া ১৬টি সোলার বাতি ইকোপার্কে স্থাপন করা হয়েছে। পাউবো’র বাঁধ নির্মাণের পর আরো অন্তত ৫০টি সৌর বিদ্যুত স্থাপন করা যাবে।
বটিয়াঘাটা ইউএনও আহমদ জিয়াউর রহমান বলেন, ইকোপার্কের মোট ৪৩ দশমিক ২৯ একর জমির মধ্যে বটিয়াঘাটা অংশে পড়েছে ২৯ দশমিক ৬০ একর এবং ১৩ দশমিক ৬৯ একর পড়েছে রূপসা উপজেলার জাবুসা মৌজায়। খুলনা নগরবাসীর বিনোদনের জন্য পার্কটি একটি অন্যতম মডেল পার্ক হতে পারে।
তিনি বলেন, সরকারি জমি হলেও সেখানে দীর্ঘদিন ধরে যারা বসবাস করছেন তাদের জন্য পাশের তিনটি আশ্রয়ণ প্রকল্পে সরকারের পক্ষ থেকে জায়গা করে দেয়া হয়েছে। প্রত্যেক পরিবারকে চার শতক করে জমি লিখে দেয়া হবে। সর্বমোট দুইশ পরিবারের জন্যই সরকার এমন ব্যবস্থা করেছে। যেখানে রাখা হয়েছে সেটিও সরকারি জমি।
মাটি ভরাট থেকে শুরু করে পার্কটির প্রাথমিক কাজ অনেক আগেই শেষ হয়েছে। এখন পাউবো’র বাঁধ নির্মাণের কাজটিও শেষের পথে। এছাড়া ট্যুরিজম বোর্ড এবং সুন্দরবন বিভাগ থেকে যে আর্থিক সহযোগিতা দেয়া হয়েছে সেগুলো দিয়েও পর্যায়ক্রমে বাকি কাজ শেষ করে পার্কটি শিগগিরই নান্দনিক করা হবে।
দর্শনার্থীদের ভিড় বাড়ে মূলত সন্ধ্যায়। কিন্তু সন্ধ্যার সঙ্গে সঙ্গেই পার্কটি বন্ধ হয়ে যায় নিরাপত্তাজনিত কারণে। জেলা প্রশাসন থেকে সর্বমোট পাঁচজন কর্মচারী সেখানকার দেখাশোনার জন্য নিয়োজিত রাখা হয়েছে।
দর্শনার্থীদের জন্য কোনো টিকিট না নেয়া হলেও শুধুমাত্র জলবোটের ক্ষেত্রে ঘণ্টায় ১০ টাকা এবং মোটরসাইকেল পার্কিংয়ের জন্য রাখা হচ্ছে ১০ টাকা করে। পাবলিক টয়লেট না থাকায় এটি আপাতত একটি সমস্যা বলেও দর্শনার্থীরা জানিয়েছেন। পার্কে আপাতত দুটি দোকান রয়েছে। একটি জেলা প্রশাসনের পক্ষ থেকে আরেকটি একজন বেসরকারি উদ্যোক্তা চালাচ্ছেন।