‘লবণ চাষিদের পাঁচ বছর বিশেষ সুরক্ষা দেয়া হবে’
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১০:২৯ এএম, ৬ জুলাই ২০১৯ শনিবার
দেশের প্রান্তিক লবণ চাষিদের আগামী পাঁচ বছর বিশেষ সুরক্ষা দেয়া হবে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন। তিনি বলেন, এ জন্য বাণিজ্য মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট অন্যান্য দফতরের সমন্বিত কার্যক্রমের মাধ্যমে লবণ আমদানির নিয়ন্ত্রণের উদ্যোগ নেয়া হয়েছে।
শুক্রবার কক্সবাজারে হোটেল লং বীচে ‘লবণ চাষ ও আয়োডিনযুক্তকরণ: সার্বজনীন আয়োডিনযুক্ত লবণ’ শিরোনামে আয়োজিত কর্মশালায় এসব কথা বলেন তিনি । বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) এবং ইউনিসেফ যৌথভাবে এ কর্মশালার আয়োজন করে।
শিল্পমন্ত্রী বলেন, ২০১৮-১৯ অর্থ অর্থবছরে লবণের চাহিদা ছিল ১৬ দশমিক ৫৭ লাখ মেট্রিক টন। ১৮ লাখ মেট্রিক টন উৎপাদন লক্ষ্যমাত্রা বিপরীতে মাঠে নেমে মৌসুম শেষে উৎপাদন হয়েছে ১৮ দশমিক ২৪ লাখ মেট্রিক টন। চাহিদা ও লক্ষ্যমাত্রার চেয়ে বেশি লবণ উৎপাদন হওয়ায় বর্তমানে দেশে লবণের কোনো ঘাটতি নেই।
কর্মশালায় বিসিক চেয়ারম্যান মো. মোশ্তাক হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্পপ্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, এমপি সাইমুম সরওয়ার কমল ও আশেক উল্লাহ রফিক।
শিল্প প্রতিমন্ত্রী বলেন, সরকার দেশীয় শিল্পগুলো রক্ষায় অত্যন্ত তৎপর। লবণ চাষিদের রক্ষা করা হলে লবণ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করা সম্ভব হবে। ধানের মত লবণ চাষিদের কাছ থেকে সরকার কর্তৃক সরাসরি লবণ ক্রয়ের উদ্যোগ নেয়া হবে।
বিসিক চেয়ারম্যান মো. মোশ্তাক হাসান বলেন, ইউনিসেফের কারিগরী সহায়তায় লবণ চাষের নতুন প্রযুক্তি সব লবণ চাষির মাঝে পৌঁছে দেয়া হবে। এতে লবণের উৎপাদন দ্বিগুণ হবে।