শনিবার   ২৩ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ৯ ১৪৩১   ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

সোনারগাঁয়ে মহাজোট প্রার্থীর নির্বাচনী ক্যাম্প ভাঙচুর

নিজস্ব প্রতিবেদন

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০১:৩৪ পিএম, ২৭ ডিসেম্বর ২০১৮ বৃহস্পতিবার

নারায়ণগঞ্জ ৩ (সোনারগাঁ) আসনের মহাজোটের প্রার্থীর নির্বাচনী ক্যাম্প ভাঙচুর করেছে সাবেক সাংসদ ও স্বতন্ত্রপ্রার্থীর সমর্থকরা। এ সময় খোকার ৫ জন সমর্থককে পিটিয়ে আহত করেছে তারা।

আজ বুধবার উপজেলার মেঘনা ঝাউচর এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এলাকায় আবারো রক্তক্ষী সংঘর্ষের আশঙ্কা করছেন এলাকাবাসী।

স্থানীয় এলাকাবাসীরা জানান, উপজেলার পিরোজপুর ইউনিয়নের মেঘনা ঝাউচর এলাকায় নির্বাচনী ক্যাম্প করে মহাজোট মনোনীত প্রার্থী লিয়াকত হোসেন খোকা। বুধবার সকালে সাবেক সাংসদ ও ঐক্যফ্রন্ট প্রাথীর সমর্থকরা সেলিম মিয়ার নেতৃত্বে  কামাল হোসেন, আলম চান, জহিরুল ইসলাম, হানিফ মিয়া, বাবুল মিয়া, সাজেদ আলী, শামীম মিয়া, জসিম মিয়া, দিপু মিয়া, বাবুল মিয়া, জামাল মিয়া ও রুবেল মিয়াসহ ২০/২৫ জনের একদল বাহিনী দেশীয় অস্ত্র নিয়ে মহাজোট মনোনীত খোকার নির্বাচনী ক্যাম্পে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর চালায়।

এ সময় খোকার সমর্থক হিসেবে পরিচিত পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের ভাই ও উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জাহিদুল হাসান বাবু, ফাহাদ হোসেন, সোহান মিয়া, শহীদ মিয়া, বিল্লাল হোসেনসহ ৮ জনকে পিটিয়ে আহত করে। আহতদের সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এলাকায় আবারো রক্তক্ষী সংঘর্ষের আশংকা করছেন এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন।

স্থানীয় আওয়ামী লীগ নেতা ও লিয়াকত হোসেন খোকার সমর্থক শামসুজ্জামান শামসু জানান, আমরা মহাজোটের নেতাকর্মীদের নিয়ে ক্যাম্পে নিবার্চনী আলোচনা করছিলাম। এ সময় আমরা কিছু বুঝে উঠার আগেই ঐক্যফ্রন্ট প্রার্থীর সমর্থকরা আমাদের উপর হামলা চালিয়ে নির্বাচনী ক্যাম্প ভাঙচুর করে এবং নেতাকর্মীদের পিটিয়ে আহত করে।

সোনারগাঁ থানার ওসি মোরশেদ আলম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।