বৃহস্পতিবার   ০৭ নভেম্বর ২০২৪   কার্তিক ২৩ ১৪৩১   ০৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

চারবন্ধুর স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ফেড আউট’

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০২:১৬ পিএম, ৬ জুলাই ২০১৯ শনিবার

শেষ হয়ে গেল স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ফেড আউট’ এর চিত্রধারণের কাজ। গত ১ ও ২ জুলাই চলচ্চিত্রটির চিত্রধারণ হয় মিরপুর শেওড়াপাড়া ও আঁগারগাও এলাকার আশেপাশে। আর্টহোল এবং হোয়াট হাউজের ব্যানারে, নোমান লামের পান্ডুলিপিতে, পরাগ সুস্মিতা অন্বেষার পরিচালনায় নির্মিত হচ্ছে এ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি। 

চার বন্ধু শুভ, জন, বুলেট ও সোহাগকে নিয়ে এগিয়ে যায় গল্পের মূল কাহিনী। একদিন অনিচ্ছা সত্ত্বেও তারা ঘটিয়ে বসে এক দুর্ঘটনা। তাদের হাতে এসে পড়ে একটি ব্রিফকেস। আর এই ব্রিফকেসটিই এক সময় হয়ে ওঠে তাদের অন্ধকার জীবনের মূলমন্ত্র। অ্যাডভেঞ্চারের নেশায় তারা ধীরে ধীরে এগিয়ে যেতে থাকে আলো থেকে আঁধারের পথে। তাদের জীবন হতে থাকে ফেড আউট। এমনি এক গল্পের আলোকে নির্মাণ করা হচ্ছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র‘ফেড আউট’। 

বর্তমান সময়ের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের গৎবাধাঁ গল্প আর নির্মাণ শৈলীর বাইরে এসে নতুন মৌলিক গল্প দর্শকদের উপহার দেয়া, যা থেকে দর্শকরা কিছুটা হলেও রিলিফ পাবে। এছাড়া ফর্মূলা ফিল্মের চর্চাটা এগিয়ে নেয়ার বিষয়টি মাথায় রেখেই গল্পটি এগিয়ে নিয়েছে আর্টহোল এবং হোয়াট হাউজ টিম- এমনটিই জানালেন পরিচালক ও সংশ্লিষ্টরা। স্বল্পদৈর্ঘ্য এ সিনেমাটিকে নিয়ে বেশ আশাবাদী পরিচালক পরাগ সুস্মিতা অন্বেষা।

 

চার বন্ধুর চরিত্রে অভিনয় করছেন ইমরান সাদ, তাসওয়ার আহমাদ, কায়সার তুহিন ও নিলয় মাহমুদ। এছাড়া পর্দায় দেখা যাবে আমিনুর রহমান, ওসমান জিলানী, সাজ্জাদুর রহমান শুভ, জাহিদুর রহমান, তিভা, রবিসহ আরো অনেককে। সিনেমাটোগ্রাফার হাসিবুর রাহমান এবং সঙ্গিত-শব্দ পরিচালনায় থাকছেন রোমেল আলী। 

একমাস পুরোদস্তুর পোস্ট প্রডাকশনের কাজ করে আগামী মাসেই বিভিন্ন অনলাইন মাধ্যমে মুক্তি পাবে ‘ফেড আউট’।