দেহরক্ষীর সঙ্গে ঘনিষ্ঠতা ছিল প্রিন্সেস হায়ার
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০২:৩৬ পিএম, ৬ জুলাই ২০১৯ শনিবার
দুবাই’র শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাখতুমের (৬৯) ষষ্ঠ স্ত্রী প্রিন্সেস হায়ার (৪৫) বিরুদ্ধে নতুন অভিযোগ উঠেছে। যাতে বলা হয়েছে, দেহরক্ষীর সঙ্গে ঘনিষ্ঠতা ছিল হায়ার। এ বিষয়ে স্ত্রী সন্দেহও করতেন দুবাই শাসক। এরপরই জীবনের ভয়ে পালিয়ে যান হায়া। পালানোর জন্য তিনি কয়েক মাস ধরে প্রস্তুতি নিয়েছেন। দুবাই ছাড়ার সময় নতুন জীবন শুরু করতে তিনি ৩১ মিলিয়ন পাউন্ড অর্থ সঙ্গে করে নিয়ে গেছেন।
হায়ার ওই দেহরক্ষী একসময় ব্রিটেনের সেনাবাহিনীর কর্মকর্তা হিসেবে কাজ করতেন।
২০০৪ সালে দুবাই’র শাসক শেখ মোহাম্মদ বিন রশিদকে বিয়ে করেন হায়া। ব্রিটেনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করেছেন তিনি। জর্ডানের বর্তমান রাজার সৎবোন হায়া ব্রিটিশ রাজপরিবারের সঙ্গেও ঘনিষ্ঠ। বর্তমানে হায়া ব্রিটেনের কেনসিংটন প্রাসাদের কাছে নিজের বাড়িতে অবস্থান করেছেন যার আর্থিক মূল্য ৮৫ মিলিয়ন পাউন্ড।