বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১৩ ১৪৩১   ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

সন্তানদের সঙ্গে এবার রাস্তায় মায়েরা!

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০২:৩৮ পিএম, ৬ জুলাই ২০১৯ শনিবার

হংকংয়ে এবার রাস্তায় নেমে এসেছেন মায়েরা। সন্তানদের আন্দোলনের প্রতি সমর্থন জানাতে শুক্রবার রাস্তায় নামেন তারা।

অপরাধী প্রত্যার্পণ বিল প্রত্যাহারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি সংহতি জানাতে তারা বিক্ষোভ র‌্যালি করেন।

গত এক মাস ধরে প্রত্যর্পণ বিল প্রত্যাহারের দাবিতে আন্দোলন করে আসছেন শিক্ষার্থী ও গণতন্ত্রপন্থীরা। তাদের দাবি, বিলটি আইনে রূপ নিলে কোনও অপরাধীর বিচারের জন্য মূল ভূখণ্ড চীনে পাঠানো যাবে। এতে হংকংয়ের স্বায়ত্বশাসনের ওপর চীনা হস্তক্ষেপ সম্প্রসারিত হওয়ার সুযোগ পাবে। আন্দোলনের মুখে চীনপন্থী হিসেবে পরিচিত হংকংয়ের প্রধান নির্বাহী ক্যারি ল্যাম বিলটি পার্লামেন্টে উত্থাপন স্থগিত রাখেন। তবে তিনি বিলটি সম্পূর্ণ প্রত্যাহার করতে রাজী হননি।

 

এর পরিপ্রেক্ষিতে ফের আন্দোলনে নামেন শিক্ষার্থীরা।