স্ত্রীকে খুন করে ১০০ দিন ফ্রিজে লাশ: মৃত্যুদণ্ড বহাল
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০২:৪১ পিএম, ৬ জুলাই ২০১৯ শনিবার
শুধু খুন করেই ক্ষান্ত হয়নি স্বামী। ১০০ দিন ধরে স্ত্রীর সেই দেহ লুকিয়ে রেখেছিল ফ্রিজারে। ঘটনা প্রকাশ্যে আসতেই চরম রায় দেন আদালত।
কোর্টের রায় অনুযায়ী, ওই ব্যক্তির শাস্তি হয় মৃত্যুদণ্ড।
আদালতের রায়ের বিরুদ্ধে এরপরেই পালটা মামলা করে অভিযুক্ত। শুক্রবার, আগের রায়ই বহাল রাখল কোর্ট।
এমন নৃশংস ঘটনা ঘটেছে চিনের সাংহাইয়ে।
জানা গেছে, ৩০ বছরের ইউ শিয়াওডোং জড়িয়ে পড়েছিল পরকীয়ায়। বিভিন্ন জায়গায় তাকে একাধিক নারীর সঙ্গে ঘুরতে দেখা গেছে। ধারণা, সেই সম্পর্কের জেরেই সম্ভবত সে খুন করেছে স্ত্রী ইয়াং লিপিংকে। একই সঙ্গে মৃতার ক্রেডিট কার্ড থেকে তিনি তুলে নিয়েছেন দেড় লাখ ইয়ান। আমেরিকান মুদ্রায় যার পরিমাণ ২১ হাজার ৮০০ ডলার।
আরও জানা গেছে, ইয়াং তার মা-বাবার একমাত্র সন্তান ছিলেন। তাকে খুন করার পর ১০০ দিন পর তার স্বামী শিয়াংডোকে মৃত্যুদণ্ড দেন কোর্ট। শিয়াংডো এরপরই গত অগাস্টে সেই রায়ের বিরুদ্ধে সাংহাইয়ের ২ নম্বর ইন্টারমিডিয়েট আদালতে আপিল করেন। অভিযুক্তের সেই আবেদন খারিজ করে দিয়ে পুরনো সাজাই আজ বহাল রাখল সাংহাই কোর্ট।