চিকিৎসার নামে দুই নারীকে ধর্ষণ; গণপিটুনিতে ‘কবিরাজ’ নিহত
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০২:৪২ পিএম, ৬ জুলাই ২০১৯ শনিবার
নিজেকে ‘কবিরাজ’ বলে পরিচয় দিয়ে চিকিৎসার কথা বলে দু'জন নারীকে ধর্ষণ করেছিলেন এক ব্যক্তি। বিষয়টি জানাজানি হলে বিক্ষুব্ধ হয়ে পড়েন গ্রামবাসী। এরপর তারা সেই ‘কবিরাজ’কে গণপিটুনি দেন। এতে নিহত হন ওই কবিরাজ।
বৃহস্পতিবার এ ঘটনা ঘটেছে ভারতের আসাম রাজ্যে।
জানা গেছে, আসামের কার্বি আংলং জেলার সিতোই আদং গ্রামে এই ঘটনা ঘটেছে। আর গণপিটুনিতে অংশ নেওয়া গ্রামবাসীদের বেশিরভাগই ছিলেন নারী।
পুলিশ বলছে, ওই 'কবিরাজ'-এর নাম হুসেন আলি। বয়স ৪৫। তার বাড়ি হোজাই জেলার রাইকাটায়। গত ১ জুলাই চিকিৎসার অজুহাতে সিতোই আদম গ্রামে গিয়েছিলেন হুসেন আলি। ওই গ্রামে চোখের দৃষ্টি হারানো এক নারীকে দেখার পর তিনি জানান, ৩ জুলাই আবার আসবেন তিনি। সেই মোতাবেক সেদিন চিকিৎসার নামে ওই নারীর নাকে কিছু শুকিয়ে অর্ধচেতন করেন। এরপর তাকে ধর্ষণ করেন। শুধু তাই নয়, ওই নারীর আত্মীয় ১৬ বছর বয়সী এক মেয়েকেও ধর্ষণ করেন হুসেন আলি।
এরপর এ ঘটনা জানাজানি হয়ে যায়। বৃহস্পতিবার গ্রামবাসী ঘিরে ফেলে তাকে। এর একটি বড় অংশ ছিলেন নারী। গণপিটুনিতে 'কবিরাজ' মারা যান।