সোমবার   ২১ এপ্রিল ২০২৫   বৈশাখ ৮ ১৪৩২   ২২ শাওয়াল ১৪৪৬

জাবি ক্যাম্পাস থেকে নবজাতকের লাশ উদ্ধার

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০২:২৫ পিএম, ২৭ ডিসেম্বর ২০১৮ বৃহস্পতিবার

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) কেন্দ্রীয় খেলার মাঠের কর্নারে পাবলিক টয়লেটের পাশ থেকে এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৬ ডিসেম্বর) সকাল ১১টায় এ নবজাতকের লাশ উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে।

এ বিষয়ে এক প্রত্যক্ষদর্শী বলেন, সকালে টয়লেটে যাওয়ার সময় একটা বাচ্চার রক্তমাখা মৃতদেহ দেখতে পাই। তবে কে বা কারা ফেলেছে তা আমি জানি না।

এ প্রসঙ্গে আশুলিয়া থানার পুলিশের উপপরিদর্শক ফুল মিয়া গণমাধ্যমকে জানান, খবর পেয়ে আমরা লাশটি উদ্ধার করেছি। ময়না তদন্ত ছাড়া কিছু বলা যাচ্ছে না।