বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১৩ ১৪৩১   ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

পাকিস্তানে ভারতীয় দূতাবাস দখলের চেষ্টা!

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০২:৫০ পিএম, ৬ জুলাই ২০১৯ শনিবার

পাকিস্তানের করাচিতে বেশ কয়েক বছর আগে বন্ধ হয়ে যাওয়া ভারতীয় দূতাবাস ভবনটি দখলের চেষ্টা চলছে।

এ বিষয়ে ইমরান খানের সরকারের কাছে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে ভারত। ভারত সরকারের এই সম্পত্তি অবিলম্বে খালি করে দেওয়ার দাবি জানানো হয়েছে। 

১৯৯৪ সালে করাচিতে ভারতীয় দূতাবাসটি বন্ধ হয়ে যায়। ১৯৯৩ সালে মুম্বাইয়ে ধারাবাহিক বিস্ফোরণের ছক কষা হয়েছিল যে শহরে এবং যেখানে দাউদ ইব্রাহিম নিজেও ছিলেন, সেই শহরে ভারতীয় কূটনীতিকদের উপস্থিতি পছন্দ করছিল না পাকিস্তান।

 

সেই কারণেই পাকিস্তানি সেনা বাহিনীর চাপে করাচিতে ভারতীয় দূতাবাসটি বন্ধ করে দিতে হয়। করাচির অভিজাত এলাকায় ছয় তলা ভবনটি সেই থেকে খালি পড়ে আছে। 

এর আগে জানালা-দরজার পাল্লা, ইলেকট্রিক ফিটিংস খুলে নিয়ে গিয়েছে দুষ্কৃতীরা। সন্ধ্যার পর এখানে বসে মাদক নেওয়ার মতো ঘটনাও ঘটে। 

এবার গোটা ভবনটিই দখল করে ফেলার চেষ্টা শুরু হয়েছে বলে অভিযোগ।

এই বিষয়ে পাকিস্তানের ডেপুটি হাইকমিশনার হায়দার শাহের কাছে অভিযোগ করেছে দিল্লি। পাকিস্তান প্রশাসনের মদত না থাকলে এভাবে দূতাবাস ভবন দখল করা যায় কিনা, সেই প্রশ্নও তুলেছে ভারত।