সরকারিকরণের ভুয়া চিঠির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ
নিউজ ডেস্ক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০২:২৮ পিএম, ২৭ ডিসেম্বর ২০১৮ বৃহস্পতিবার

সরকারিকরণের নামে ভুয়া চিঠি পাঠিয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের কাছে টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করা অসাধু চক্রের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এ সংক্রান্ত একটি চিঠি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিবের কাছে পাঠানো হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
জানা যায়, শিক্ষা মন্ত্রণালয় ও ব্যানবেইসের নাম ব্যবহার করে গেল ৪ ডিসেম্বর সরকারিকরণ প্রসঙ্গে দুটো ভুয়া চিঠি পাঠিয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের কাছে টাকা আদায়ের চেষ্টা করছে প্রতারক চক্র। আর তাই এ বিষয়ে মন্ত্রণালয় থেকে জননিরাপত্তা বিভাগে পাঠানো চিঠি পাঠানো হয়েছে।
চিঠিতে উল্লেখ করা হয়, পত্রটি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে জারি করা হয়নি। শিক্ষা মন্ত্রণালয়ের নামে সাধারণ শিক্ষকদের প্রতারণার ফাঁদে ফেলে বিকাশ নম্বরের মাধ্যমে টাকা আদায়ের চেষ্টা করছে প্রতারক চক্র। তারা শিক্ষকদের আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করছে। এ ধরনের কাজ সুনাম নষ্ট করছে শিক্ষা মন্ত্রণালয়ের। এছাড়া, চিঠিতে এ ধরনের প্রতারক চক্রকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে শিক্ষা মন্ত্রণালয় জননিরাপত্তা বিভাগকে নির্দেশ দিয়েছে।