সোমবার   ২১ এপ্রিল ২০২৫   বৈশাখ ৮ ১৪৩২   ২২ শাওয়াল ১৪৪৬

মাস্টার্স নিয়মিত ভর্তির রিলিজ স্লিপে আবেদনের সময়সূচি প্রকাশ

নিজস্ব প্রতিবেদন

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০২:২৯ পিএম, ২৭ ডিসেম্বর ২০১৮ বৃহস্পতিবার

২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে মাস্টার্স (নিয়মিত) প্রোগ্রামের ভর্তি কার্যক্রমের অনলাইনে রিলিজ স্লিপের আবেদনের সময়সূচি প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। ভর্তির এ আবেদন প্রক্রিয়ায় আগামী ৭ জানুয়ারি (সোমবার) শুরু হয়ে চলবে ১৪ জানুয়ারি (সোমবার) রাত ১২টা পর্যন্ত।

ক) মেধা তালিকায় স্থান পায়নি অথবা স্থান পেয়েও  ভর্তি হয়নি  খ) ভর্তি বাতিল করেছে গ) যে সকল শিক্ষার্থীর প্রাথমিক আবেদন সংশ্লিষ্ট কলেজ কর্তৃক নিশ্চয়ন করা হয়েছে শুধু তারাই ভর্তির জন্য আবেদন করতে পারবেন।

প্রসঙ্গত, ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য জানা যাবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (ক্লিক করুন)।