ফুটপাত-সড়ক দখল মুক্ত করা হবে: মেয়র আতিক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৮:৪৬ এএম, ৭ জুলাই ২০১৯ রোববার
ঢাকা উত্তর সিটি করর্পোরেশন (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, রাজধানী থেকে রিকশা তুলে দেয়া হচ্ছে না। শুধু কুড়িল বিশ্বরোড থেকে মালিবাগ পর্যন্ত সড়ক (প্রগতি সরণি) এবং মিরপুর রোডে (গাবতলী থেকে ধানমন্ডি-২৭ সড়ক) রিকশা চলাচল বন্ধ এবং ফুটপাত ও সড়কের উপর অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে।
শনিবার দুপুরে ডিএনসিসির গুলশান-২ এর নগর ভবনে এক প্রেস ব্রিফিংয়ে রিকশা বন্ধ ও ফুটপাতের দখল উচ্ছেদের এ ঘোষণা দেন তিনি।
সভায় মেয়র বলেন, রিকশা নিষিদ্ধ নয়, বরং নিয়ন্ত্রণ করা প্রয়োজন। প্রধান সড়কগুলোতে যান্ত্রিক যানবাহনের পাশাপাশি রিকশা এবং অন্যান্য অযান্ত্রিক যানবাহন চলাচল করলে দুর্ঘটনার আশঙ্কা থাকে। তবে প্রধান সড়ক ব্যতিরেকে অন্যান্য সড়কে রিকশা এবং অন্যান্য অযান্ত্রিক যানবাহন চলাচল করতে পারে।
তিনি আরো বলেন, জনগণের চলাচল নিরাপদ ও নির্বিঘ্ন করতে ফুটপাত ও সড়কে কোনো ধরণের মালামাল বা স্থাপনা থাকতে দেয়া হবে না। এ বিষয়ে ডিএনসিসি অত্যন্ত কঠোর অবস্থান গ্রহণ করবে এবং আগামীকাল থেকে ডিএনসিসির ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে। ফুটপাত ও সড়কে রক্ষিত মালামাল ও স্থাপনা অবিলম্বে স্ব-উদ্যোগে সরিয়ে নেয়ার জন্য তিনি দোকান মালিকদের প্রতি আহ্বান জানান।
আতিকুল ইসলাম এই দুটি সড়কে পর্যাপ্ত বাস নামানোর জন্য বাংলাদেশ সড়ক পরিবহন সংস্থা (বিআরটিসি) এবং বাস মালিক সমিতির প্রতি আহ্বান জানান। শিক্ষার্থীদের যাতায়াত নিরাপদ করতে তিনি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর কর্তৃপক্ষকে বাস বা মাইক্রোবাস চালু করার অনুরোধ জানান। পর্যায়ক্রমে কুড়িল বিশ্বরোড থেকে মালিবাগ পর্যন্ত চক্রাকার বাস সার্ভিস চালু করা হবে বলেও জানান মেয়র।
সভায় উপস্থিত এমপি এ কে এম রহমতুল্লাহ বলেন, উন্নয়নের স্বার্থে আমাদের তাল মিলিয়ে চলা উচিৎ। যান্ত্রিক ও অযান্ত্রিক যানবাহন অন্তত প্রধান সড়কগুলোতে চলতে পারে না।
সভায় উপস্থিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা, রিকশা মালিক সমিতি ও সড়ক পরিবহন মালিক সমিতির নেতাদের এ উদ্যোগকে স্বাগত জানান। তবে রিকশা মালিক সমিতির নেতারা একই সঙ্গে সব অবৈধ রিকশা নিষিদ্ধ করার দাবি জানান।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আবদুল হাই, ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) নির্বাহী পরিচালক খন্দকার রাকিবুর রহমান, বাংলাদেশ সড়ক পরিবহন সংস্থা (বিআরটিসি) পরিচালক কর্নেল মাহবুবুর রহমান, ঢাকা মেট্রোপ্লিটন পুলিশ (ডিএমপি) ট্রাফিকের অতিরিক্ত কমিশনার মফিজ উদ্দিন আহমেদ, প্রগতি সরণি ও মিরপুর রোড সংশ্লিষ্ট থানার পুলিশ কর্মকর্তারা, ডিএনসিসির কাউন্সিলররা, রিকশা ও ভ্যান মালিক সমিতির সভাপতি মো. ইসমাইল, রিকশা ও ভ্যান মালিক ফেডারেশনের সাধারণ সম্পাদক আর এ জামান।