‘বাংলাদেশের উন্নয়নে অবাক বিশ্ব’
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৯:৪৩ এএম, ৭ জুলাই ২০১৯ রোববার
পরিবেশমন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, বাংলাদেশ উন্নত দেশ হয়ে যাচ্ছে। এই উন্নয়ন বিশ্ববাসী অবাক দৃষ্টিতে তাকিয়ে দেখছে। তারা বলে- বাংলাদেশ একটা মডেল। দেশ খাদ্য রফতানি করার যোগ্যতা অর্জন করেছে। কীভাবে শেখ হাসিনা বাংলাদেশকে এতো তাড়াতাড়ি খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করলেন। এটিরও প্রশংসা হচ্ছে।
শনিবার বিকেলে মৌলভীবাজারের বড়লেখা উপজেলা পরিষদ থেকে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি এবং আর্থিক অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, বড়লেখা উপজেলাকে ভিক্ষুকমুক্ত ঘোষণা করা হয়েছে। স্থানীয় লোকজন যারা ভিক্ষা করতেন। তাদের আর্থিক সহায়তা, প্রতিমাসে ৩০ কেজি করে চাল প্রদান ও বিভিন্ন ধরনের সহায়তা দেয়া হচ্ছে। এই কারণে তারা এখন এই পথ ছেড়ে দিয়েছেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বড়লেখা উপজেলা পরিষদের চেয়ারম্যান সোয়েব আহমদ। ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিনের সঞ্চালনায় এতে আরো বক্তব্য রাখেন, নারী ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হাছনা, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শামীম আল ইমরান, পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল আহাদ, উত্তর শাহবাজপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আহমদ জুবায়ের লিটন, বড়লেখা সরকারি কলেজের শিক্ষার্থী তাওহিদ মনোয়ার প্রমুখ।