বুধবার   ২৭ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১৩ ১৪৩১   ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

মোবাইলের পাওয়ার ব্যাঙ্ক বিস্ফোরণের আগুনে বিমানের জরুরি অবতরণ

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৯:৫৬ এএম, ৭ জুলাই ২০১৯ রোববার

নিউইয়র্ক থেকে লন্ডনগামী একটি বিমানে মোবাইলের পাওয়ার ব্যাঙ্ক বিস্ফোরণ থেকে আগুন লেগেছে। এতে বিমানটি জরুরি অবতরণ করে। গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের বোস্টনে ভার্জিন এয়ারলাইন্সে এ ঘটনা ঘটে। খবর বিবিসির।

প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার নিউইয়র্ক থেকে ভার্জিন আটলান্টিক এয়ারলাইন্সের ওই ফ্লাইটটি লন্ডনের উদ্দেশে ছেড়ে আসলে পথে কোনো এক যাত্রীর মোবাইলের পাওয়ার ব্যাঙ্ক বিস্ফোরণের পর প্লেনের ভেতর আগুন লেগে যায়। ফলে পাইলট বোস্টনে জরুরি অবতরণ করতে বাধ্য হন।

বিমানটি অবতরণের সঙ্গে সঙ্গে পুলিশের বোমা নিষ্ক্রিয়কারী দল তা পরিদর্শন করে। তারা বিমানের ভেতর থেকে একটি বিস্ফোরিত পাওয়ার ব্যাঙ্ক উদ্ধার করে।

 

সেটি পরীক্ষার পর পুলিশের এক মুখপাত্র জানান, প্রাথমিক তদন্তে বিমানটিতে আমরা মোবাইল ফোনের বিস্ফোরিত একটি এক্সটার্নাল পাওয়ার ব্যাঙ্ক পেয়েছি। সেটি বিস্ফোরিত হয়েই বিমানে আগুন লেগেছিল।

বিমানে থাকা ২১৭ জন যাত্রীর সবাই নিরাপদে আছেন বলে জানিয়েছে বোস্টন বিমানবন্দর কর্তৃপক্ষ।